কমলগঞ্জে রোহিঙ্গা আটক

- আপডেট সময় ১২:৩০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ৪১৮ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গাকে আটক করেছে। আটক রোহিঙ্গার নাম জুবায়ের হোসেন (১৮)। গত ১২ জুলাই বুধবার বিকাল সাড়ে ৪টায় তাকে আটক করে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার উখিয়া থানার কুতুবপালং শরনার্থী শিবির জুবায়ের হোসেন এক দালালের সহযোগিতায় ভারত যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে আসে। সে গত বুধবার কমলগঞ্জের কুরমা চা বাগানের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মেইন পিলার ১৯০৫ নম্বর খুঁটি এলাকায় টহলরত হাবিলদার মো. মোস্তাক আহমদসহ বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
পরে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতেই রোহিঙ্গাকে থানায় দেয়া হয়। বৃহস্পতিবার বিকালে তাকে শ্রীমঙ্গল¯’ বিজিবি ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।
