কুলাউড়ায় মন্দিরের মহাপ্রভুর নামে নানা অনিয়মের অভিযোগ
- আপডেট সময় ০৩:০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ৫০৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পুষাইনগরস্থ ‘শ্রী চৈতন্য অপ্রাকৃত সংঘ এবং শ্রী গৌড়াঙ্গ মহাপ্রভুর দেবালয়’ মন্দিরের মহারাজ শুভেন্দু সিকদারের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন পূজারি ও এলাকাবাসীরা। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মন্দিরের মহারাজ দামোদরকে অপসারণের দাবি জানান এলাকাবাসীসহ মহারাজ যতী গোস্বামীর অনুসারীরা। গতকাল দুপুরে সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন পুষাইনগর এলাকাবাসীর কয়েকজন ও যতী গোস্বামীর অনুসারীরা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট নগরের বাসিন্দা যতী গোস্বামীর শিষ্য অনীলা ঘোষ। লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের সত্য উদঘাটনে সহযোগিতা করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অনীলা ঘোষ বলেন, শ্রী চৈতন্য অপ্রাকৃত সংঘের প্রতিষ্ঠাতা গুরু মহারাজ যতী গোস্বামীর নেতৃত্বে শ্রী গৌড়াঙ্গ মহাপ্রভুর দেবালয় সংস্কার কাজ ও নির্মাণ সম্পন্ন করেন। পরবর্তীতে তারই শিষ্য শুভেন্দু সিকদার (দামোদর)’কে এই মন্দির পরিচালনার দায়িত্ব দেন। যে কি-না আজ তারই সর্বনাশ করছে।