ব্রেকিং নিউজ
জুড়ীতে বিএনপি নেতার শোক সভা
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৩:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ৩৩০ বার পড়া হয়েছে
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক,জুড়ী উপজেলা কৃষকদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল গণি সর্দার এর স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
শনিবার (১২ ই আগষ্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন জুড়ী উপজেলা শাখা আয়োজিত স্হানীয় মদিনা কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মাছুম রেজা চেয়ারম্যান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর এঁর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি ও মৌলভীবাজার -১ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিটু।
তিনি বলেন এই জুড়ী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবাসভূমি।আর মরহুম আব্দুল গণি ভাই শহীদ জিয়ার আদর্শের একজন নিবেদিত সৈনিক ছিলেন।জাতীয়তাবাদী শক্তির একজন কর্মী হিসেবে তিনি আজীবন কাজ করে গেছেন।যার প্রমাণ আজকের উপস্থিতি। আপনারা দেখছেন,দেশের অবস্হা বর্তমানে নাজুক। এ নাজুক অবস্হা পরিবর্তনের জন্য আজ কৃষকদলের নেতা আব্দুল গণি ভাইয়ের মতো নেতার খুবই প্রয়োজন।আমি তার রুহের মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমদ চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ লিয়াকত আলী,হাজী আব্দুল কাইয়ুম, এম এ মোহাইমীন শামীম,ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তোলা,উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম জুবেল, নজরুল ইসলাম মাষ্টার, সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন আহমদ মাষ্টার, আনোয়ার হোসেন মন্জু,ফয়ছল আহমদ,আসাদুজ্জামান, উপজেলা যুবদল নেতা হাবিবুর রহমান, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ,যুবদল নেতা দেলোয়ার হোসেন,জিয়া পরিষদ উপজেলা সভাপতি কামাল হোসেন প্রমূখ। সভা শেষে দোয়ার মাধ্যমে শিরনী বিতরণ করা হয়।
ট্যাগস :