পৌর বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ও রোগমুক্তি কামনায় দোয়া
- আপডেট সময় ০৩:৪৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
- / ২৭১ বার পড়া হয়েছে
মৌলভীবাজার পৌর বিএনপি’র আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে ও রোগমুক্তি কামনায় আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিম খানায় শতাধিক এতিম শিশু ও উলামায়ে কেরামদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে রাতের খাবার পরিবেশ করা হয়।
দোয়া মাহফিল আয়োজন করেন পৌর বিএনপি সদস্য সচিব ও জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান।
উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব ইজদানী ইমরান, যুগ্ম আহ্বায়ক কাউন্সিল আনিসুজ্জামান বায়েছ।
আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র নেতা রুনু আহমদ, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুর রহমান, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সহিদ আহমদ জুনেদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর রশিদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাছুম আহমেদ, ৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম আহমদ, ৪ নং ওয়ার্ড সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান বাহার খাঁন সহ আহ্বায়ক কমিটির ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।