কমলগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
- আপডেট সময় ১০:০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ৪০২ বার পড়া হয়েছে
কমলগঞ্জ প্রতিনিধি: উঠানে ঝুলে থাকা লাইনে হাত দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সন্তুষ শব্দকর (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১১ ঘটিকার সময় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়ণ ক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সন্তোষ শব্দকর বিজয় শব্দকরের ছেলে।
স্থানীয়রা জানান, নিজ বসত বাড়ির ঝুলন্ত লাইনে অসাবধনতা বশত: বৈদ্যুতিক তারে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। এসময় সন্তুষ শব্দকরকে উদ্ধার করতে গিয়ে দুই সহোদর আহত হন। মুন্সীবাজার ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য সুনিল চন্দ্র মালাকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, রাত সাড়ে ১১ ঘটিকার দিকে বাড়ি উঠানে ঝুলন্ত তারে হাত দিয়ে ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি শব্দকর ছেলে নিহত হয়েছে।
মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডিজিএম মীর গোলাম ফারুক বলেন, বিষয়টি এর আগে শোনেননি। তবে খোঁজ নিয়ে দেখছেন।