ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মান–অভিমান ভুলে ঐক্যের বার্তা মৌলভীবাজার জেলা বিএনপির বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের সহযোগিতায় সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডাদের নিয়ে পরামর্শ সভা কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ গ্রে/ফ/তা/ র মনোনয়ন ফরম সংগ্রহ করলেন খেলাফত মজলিস মনোনীত ও সম্ভাব্য ৮ দলীয় জোটের প্রার্থী মাওলানা আহমদ বিলাল মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেইজ- ২ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ ৭ নেতা গ্রে ফ তা র এমবিই হাউস অব লর্ডসে বিশেষ সম্মাননায় ভূষি হলেন বাংলাদেশি ড. ওয়ালী তসর উদ্দিন মৌলভীবাজারে আইডিয়া’র আলো-আলো প্রকল্পের জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভা শ্রীমঙ্গলে আ.লীগ নেতা ডা. হরিপদ রায় গ্রে/ফ/তা/র মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটসহ পায়ে হেঁটে ১৫০ কি. মি. পথ পরিভ্রমণে – ৩ যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন

দুই দফা দাবিতে কোটচাঁদপুরে মানববন্ধন করেছেন,মাল্টিপারপাস হেলর্থ ভলানটিয়ার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • / ৪৪২ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর প্রতিনিধিঃ  দুই দফা দাবিতে কোটচাঁদপুরে মানববন্ধন করেছেন,মাল্টিপারপাস হেলর্থ ভলানটিয়ার (এম এইচ ডি)’রা।
বৃহস্পতিবার সকালে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন করেন তারা।
মানব বন্ধনে বক্তব্য রাখেন,এম. এইচ.ভি এ্যাসোসিয়েশন,কোটচাঁদপুর শাখার সভাপতি জিয়াউর রহমান, সাধারন সম্পাদক মুরাদ হোসেন,(এমএইচভি) শিরিনা খাতুন,শাহানাজ পারভীন, অমল হালদার,রানা আহম্মেদ,পিয়াস হোসেন।
তারা বলেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের দোর গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। বর্তমানে তা বেড়ে ১৪.৬৯০ টিতে দাঁড়িয়েছে।
এ সব ক্লীনিক থেকে বাংলাদেশে প্রতিদিন ৬ লক্ষ মানুষ সেবা নিচ্ছেন। বছরে ১৮ কোটি মানুষ সেবা নিয়ে থাকেন বলে জরীপে দেখা গেছে।
ক্লীনিকগুলোয় সেবার মান বৃদ্ধি করতে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে কমিউনিটি বেষ্ট হেলর্থ কেয়ার (সি.বি.এইচ.সি)প্রকল্পের আওতায় পরীক্ষার মাধ্যমে ১০৭ উপজেলায় মাল্টিপারপাস হেলর্থ ভলানটিয়ার (এম এইচ ডি) নিয়োগ দেন।
ওই সময় কোটচাঁদপুরের ১১ টি কমিউনিটি ক্লীনিকে ৭৭ জন মাল্টিপারপাস হেলর্থ ভলানটিয়ার (এম এইচ ডি) নিয়োগ পান। যা ছিল এক বছরের জন্য। পরে আরো দুই বছর প্রকল্পটি চালু ছিল।
এমএইচভিরা বলেন, সম্প্রতি হঠাৎ করে এক নোটিশে জানতে পারি আগামী সেপ্টেম্বর মাস থেকে কার্যক্রম বন্ধ হচ্ছে। এ কারনে প্রকল্পটি পূনরায় চালুর দাবীতে বৃহস্পতিবার মানববন্ধন করা হয়। সিবিএইচসি আওতায় প্রকল্পটি চালু করন ও বেতন ভাতা বৃদ্ধির
দাবীতে এ মানববন্ধন করা হয়।
বক্তারা আরও বলেন, এ প্রকল্পটি বন্ধ হলে আমরা আবার বেকার হয়ে যাবো। এ কারনে ২১০০০ হাজার পরিবারের দিকে লক্ষ্য রেখে আমাদের প্রকল্পটি ৩০-০৯-২০২৩ ইং তারিখের পর থেকে পুনরায় চালু করার জোর দাবী জানাচ্ছি।
মানববন্ধন পালনে,বৃহস্পতিবার সকাল থেকে মাল্টিপারপাস হেলর্থ ভলানটিয়ার (এম এইচ ডি)’রা জড়ো হতে থাকেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে। ১০ টায় শুরু হয় মানববন্ধন। যা চলে ঘন্টাব্যাপী। মানববন্ধনে অংশ গ্রহন করেন, এ উপজেলায় কর্মরত ৭৭ জন (এম এইচ ভি)।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ বলেন, তাদের নিয়োগ কোন দিন ছিল না। বাছাই করে তাদের কমিউনিটি ক্লীনিকের আওতায় কাজে দেয়া হয়েছিল। এর জন্য তারা একটা সম্মানি পেত।
আগামী সেপ্টেম্বর মাস থেকে তাদের কার্যক্রম বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর। তবে কি কারনে বন্ধ রাখবেন,সেটা সম্পর্কে কোন কিছুই জানাননি ওই চিঠিতে।
এ ব্যাপারে ঝিনাইদহের সিভিল সার্জন শুভ্রা রানী দেব নাথ বলেন,এমএইচভিদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে ছিলেন মন্ত্রণালয়। বন্ধ ও করেছেন মন্ত্রণালয়। এটা নিয়ে আমাদের কিছু বলার নাই। এম এইচভিরা কোটচাঁদপুরে মানববন্ধন করেছে,এটা আপনি জানেন কি,এমন প্রশ্নে তিনি বলেন, করতে পারে। তবে এটা উপজেলা লেবেলে করে লাভ কি। ঢাকায় গিয়ে করুক। যাতে করে বিষয়টি মন্ত্রী সচিবদের নজরে আসে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুই দফা দাবিতে কোটচাঁদপুরে মানববন্ধন করেছেন,মাল্টিপারপাস হেলর্থ ভলানটিয়ার

আপডেট সময় ১১:১৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
কোটচাঁদপুর প্রতিনিধিঃ  দুই দফা দাবিতে কোটচাঁদপুরে মানববন্ধন করেছেন,মাল্টিপারপাস হেলর্থ ভলানটিয়ার (এম এইচ ডি)’রা।
বৃহস্পতিবার সকালে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন করেন তারা।
মানব বন্ধনে বক্তব্য রাখেন,এম. এইচ.ভি এ্যাসোসিয়েশন,কোটচাঁদপুর শাখার সভাপতি জিয়াউর রহমান, সাধারন সম্পাদক মুরাদ হোসেন,(এমএইচভি) শিরিনা খাতুন,শাহানাজ পারভীন, অমল হালদার,রানা আহম্মেদ,পিয়াস হোসেন।
তারা বলেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের দোর গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। বর্তমানে তা বেড়ে ১৪.৬৯০ টিতে দাঁড়িয়েছে।
এ সব ক্লীনিক থেকে বাংলাদেশে প্রতিদিন ৬ লক্ষ মানুষ সেবা নিচ্ছেন। বছরে ১৮ কোটি মানুষ সেবা নিয়ে থাকেন বলে জরীপে দেখা গেছে।
ক্লীনিকগুলোয় সেবার মান বৃদ্ধি করতে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে কমিউনিটি বেষ্ট হেলর্থ কেয়ার (সি.বি.এইচ.সি)প্রকল্পের আওতায় পরীক্ষার মাধ্যমে ১০৭ উপজেলায় মাল্টিপারপাস হেলর্থ ভলানটিয়ার (এম এইচ ডি) নিয়োগ দেন।
ওই সময় কোটচাঁদপুরের ১১ টি কমিউনিটি ক্লীনিকে ৭৭ জন মাল্টিপারপাস হেলর্থ ভলানটিয়ার (এম এইচ ডি) নিয়োগ পান। যা ছিল এক বছরের জন্য। পরে আরো দুই বছর প্রকল্পটি চালু ছিল।
এমএইচভিরা বলেন, সম্প্রতি হঠাৎ করে এক নোটিশে জানতে পারি আগামী সেপ্টেম্বর মাস থেকে কার্যক্রম বন্ধ হচ্ছে। এ কারনে প্রকল্পটি পূনরায় চালুর দাবীতে বৃহস্পতিবার মানববন্ধন করা হয়। সিবিএইচসি আওতায় প্রকল্পটি চালু করন ও বেতন ভাতা বৃদ্ধির
দাবীতে এ মানববন্ধন করা হয়।
বক্তারা আরও বলেন, এ প্রকল্পটি বন্ধ হলে আমরা আবার বেকার হয়ে যাবো। এ কারনে ২১০০০ হাজার পরিবারের দিকে লক্ষ্য রেখে আমাদের প্রকল্পটি ৩০-০৯-২০২৩ ইং তারিখের পর থেকে পুনরায় চালু করার জোর দাবী জানাচ্ছি।
মানববন্ধন পালনে,বৃহস্পতিবার সকাল থেকে মাল্টিপারপাস হেলর্থ ভলানটিয়ার (এম এইচ ডি)’রা জড়ো হতে থাকেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে। ১০ টায় শুরু হয় মানববন্ধন। যা চলে ঘন্টাব্যাপী। মানববন্ধনে অংশ গ্রহন করেন, এ উপজেলায় কর্মরত ৭৭ জন (এম এইচ ভি)।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ বলেন, তাদের নিয়োগ কোন দিন ছিল না। বাছাই করে তাদের কমিউনিটি ক্লীনিকের আওতায় কাজে দেয়া হয়েছিল। এর জন্য তারা একটা সম্মানি পেত।
আগামী সেপ্টেম্বর মাস থেকে তাদের কার্যক্রম বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর। তবে কি কারনে বন্ধ রাখবেন,সেটা সম্পর্কে কোন কিছুই জানাননি ওই চিঠিতে।
এ ব্যাপারে ঝিনাইদহের সিভিল সার্জন শুভ্রা রানী দেব নাথ বলেন,এমএইচভিদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে ছিলেন মন্ত্রণালয়। বন্ধ ও করেছেন মন্ত্রণালয়। এটা নিয়ে আমাদের কিছু বলার নাই। এম এইচভিরা কোটচাঁদপুরে মানববন্ধন করেছে,এটা আপনি জানেন কি,এমন প্রশ্নে তিনি বলেন, করতে পারে। তবে এটা উপজেলা লেবেলে করে লাভ কি। ঢাকায় গিয়ে করুক। যাতে করে বিষয়টি মন্ত্রী সচিবদের নজরে আসে।