ব্রেকিং নিউজ  
                            
                            বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস উদ্বোধন
 
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ১১:৪৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৮৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের উদ্যোগে পরিচালিত গবেষণা কার্যক্রম ও আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ এর উদ্বোধন করেন।
বুধবার দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলার কুমরাকাপন এলাকায় গবেষণা কার্যক্রম ও আঞ্চলিক অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ বলেন, অ্যালবোপিকটাস ধরনের এডিস মশার কারনে গ্রাম গঞ্জে ছড়াচ্ছে ডেঙ্গু।
চলতি মাসের পর ডেঙ্গুর প্রাদূর্ভাব কমে আসবে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে- মৌলভীবাজারের কমলগঞ্জে বিএসএমএমইউ এর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এছাড়াও তিনি আরও আলেন, এই আঞ্চলিক অফিস ২০২১ সাল থেকে কার্যক্রম শুরু হয়েছে।
ইতিমধ্যে কমলগঞ্জে ২৫০০ বাসিন্দার তথ্য সংগ্রহ ও জীবনাচরণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। এখানে কর্মরত রয়েছেন মোট ১২ জন্য কাজ করছেন এবং ফিল্ড থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ডা. সয়েফ উদ্দিন আহমেদ, জেলা সির্ভিল সার্জন ডা. জালাল উদ্দীন মুর্শেদ, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান, এরিয়া কোডিনেটর সবুজ জামানসহ জেলার বিভিন্ন স্থরের চিকিৎসার সাথে জড়িত ব্যক্তিবর্গ ও মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা।
 
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                             
																			


















