লাখাই উপজেলা অভ্যন্তরে ঘুর্ণিঝড়
- আপডেট সময় ০৮:৫৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ২৪৭ বার পড়া হয়েছে
এম এ ওয়াহেদ লাখাইঃলাখাইয়ে উপজেলা প্রশাসনের অভ্যন্তরে প্রধান প্রধান সড়কের একাধিক বৃক্ষ উপড়ে পুকুরে। চলাচলে ভোগান্তি ও রাস্তাটি হুমকির মুখে।
সম্প্রতি লাখাইয়ে বয়ে যাওয়া শরৎ এর ঘুর্ণিঝড় ও টানা ভারী বর্ষনে উপজেলা পরিষদে আসা যাওয়ার প্রধান সড়কের পুকুর পাড় এর ৩ টি বৃহৎ বৃক্ষ উপড়ে পুকুরে ধ্বসে পড়েছে। উপড়ে পড়া বৃক্ষ গুলো সড়কের একাংশ সমেত ধ্বসে পড়ায় সড়কটি ঝুঁকি পূর্ণ হ’য়ে পড়েছে। জনচলাচল করা সম্ভব হলেও যান চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায় মাস ছয়েক পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণের উত্তর দিকের পুকুরের পূর্ব পাড়ে ঘাটলা সমেত সড়কের একটি বৃহৎ অংশ পুকুরে ধ্বংসে পড়েছে।
এমতাবস্থায় উপজেলায় আগত সেবা প্রার্থী ও উপজেলার বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তা, কর্মচারীরা পড়েছে ভোগান্তিতে।
উপজেলা পরিষদ এর এ সড়কটির পুকুর পাড় অংশে ধ্বসে পড়া বৃক্ষ গুলো অপসারণ পূর্বক পুকুর পাড়ে গাইড ওয়াল নির্মান করা অতীব গুরুত্বপূর্ণ। আর এটি স্বল্পতম করা না হলে এ সড়কটিকে গ্রাস করে নেবে পুকুর। এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে যোগাযোগ করলে তিনি জানান উপজেলার প্রবেশদ্বার রাস্তা ও পুকুরে গাইড ওয়াল সহ টেন্ডার হয়ে গেছে ঠিকাদার অতিশিগ্রই কাজ শুরু করবেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগীরা।