সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত মৌলভীবাজারে
- আপডেট সময় ১০:৩৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ৩৬৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ “সাদাছড়ি হাতে ধরি,স্মার্ট বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মৌলভীবাজারের আয়োজনে (১৫ অক্টোবর) রবিবার বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৩ উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
এ সময় তিনি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের নিরাপদ চলাচলের জন্য সাদাছড়ি নিরাপত্তা দিবসের গুরুত্ব অনেক। কেননা দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ এই সাদাছড়ির মাধ্যমেই নিরাপদভাবে ঘরের বাইরে চলাচলে সক্ষম হন। তাই আমাদের সবার উচিত দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো এবং তাদের অবহেলা না করে চলাচলে সহায়তা করা।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, পৌরসভা মেয়র ফজলুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ প্রমূখ।
আলোচনা সভা শেষে ৮ জনকে স্মার্ট সাদাছড়ি বিতরন করেন অনুষ্ঠানের অতিথিরা।