কমলগঞ্জে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা
- আপডেট সময় ০১:১৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ৫৩৫ বার পড়া হয়েছে
কমলগঞ্জ প্রতিনিধি: সীমান্তে অস্ত্র, মাদক, চোরাচালান, চুরি ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধকল্পে মৌলভীবাজারের কমলগঞ্জে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মে) দুপুরে কমলগঞ্জ থানার আয়োজনে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান মনু-দলই ভ্যালী ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসিদ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক মুন্সী, ৯নং ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলেমান মিয়া ।
সভায় কুরমা, চাম্পারায়, বাঘাছড়া, দলই, পাত্রখোলা, শ্রীগোবিন্দপুর, মদনমোহনপুর, মাধবপুর চা বাগানসহ ৮টি বাগানের প্রধান ব্যবস্থাপক, সহকারীব্যবস্থাপক মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ, বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত প্যানেলের সভাপতি, সম্পাদক, চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স¤প্রতি মাধবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চুরি বেড়ে যাওয়ায় আইন শৃংখলা পরি¯ি’তি স্বাভাবিক রাখতে এ সভার আয়োজন করা হয়।