ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজার -২ আসনে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায় তৃণমূল আওয়ামী লীগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / ৩৩৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  কুলাউড়া-২ আসন সমুহের  সাধারণ জনগন এবং আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর প্রোটকাল অফিসার মোহাম্মদ আবু আবু জাফর রাজুকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়। সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে সবচেয়ে এগিয়ে মোহাম্মদ আবু আবু জাফর রাজু।

 

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করার পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক কাজগুলো এবং সাধারণ মানুষের পাশে থেকে অন্তহীন ভালোবাসা দিয়ে মন জয়ে জননন্দিত নেতা হয়ে উঠেছেন প্রধানমন্ত্রীর প্রোটকাল অফিসার মোহাম্মদ আবু আবু জাফর রাজু।

 

অবাক হবেন একজন জনপ্রতিনিধী না হয়েও এলাকার এত উন্নয়ন করেছেন আর যদি উনি নির্বাচিত প্রতিনিধী হন তাহলে নিশ্চিত উনার এলাকায় ব্যপক উন্নয়ন হবে।কারণ উনি একজন কর্মঠ ও উন্নয়ন বান্ধব জননেতা।

 

মৌলভীবাজার -২ সংসদীয় আসনে উনার নিজ প্রচেষ্ঠায় যে কাজ করেছেন তা নিচে উল্লেখ করা হলো :

 

মসজিদ, কবরস্থান, ঈদগাহ, গির্জা,  মন্দির ও শ্মশানঘাট ধর্মীয় প্রায় ৮৭টি প্রতিষ্ঠানসমূহে ৩ (তিন) লক্ষ টাকা করে ২ কোটি ৬১ লক্ষ (দুই কোটি একষট্টি লক্ষ)  টাকা বরাদ্দ হয়। এছাড়া আরো প্রায় শতাধিক প্রতিষ্ঠানে এক লক্ষ টাকা ও ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়।

 

প্রতিষ্ঠানগুলোর তালিকা এখানে জুড়ে দেয়া হল। 

 

ধর্ম  বিষয়ক মন্ত্রণালয়

উত্তর লস্করপুর মরহম মমতাজ আলী (রহঃ) জামে মসজিদ ৪০ হাজার টাকা

  • উত্তর বিজলী বায়তুল আমান জামে মসজিদ, ৪০ হাজার টাকা
  • উত্তর দানাপুর জামে মসজিদ ৪০ হাজার টাকা
  • হযরত আবু বকর (রাঃ) জামে মসজিদ ৪০ হাজার টাকা
  • রঙ্গিরকুল জামে মসজিদ ৫০ হাজার টাকা
  • শ্রী শ্রী জয়কালী শশ্বানঘাট ৬০ হাজার টাকা
  • দারুল কোরআন দাখিল মাদ্রাসা, সাধনপুর ৫০ হাজার টাকা
  • বুধপাশা মোহাম্মদিয়া ইবতেদায়ী মাদ্রাসা (আবেদন অসম্পুর্ণ থাকায় ফেরৎ প্রদান করা হয়েছে)
  • শ্রী শ্রী রাখাল মন্দির, উত্তর চুনঘর (আবেদন অসম্পুর্ণ থাকায় বাতিল করা হয়েছে)
  • উত্তর গোবিন্দপুর কবরস্থান (আবেদন অসম্পুর্ণ থাকায় বাতিল করা হয়েছে)
  • পূর্ব ফুটিগুলী জামে মসজিদ (আবেদন অসম্পুর্ণ থাকায় বাতিল করা হয়েছে)

 

বিগত তিন চার বছরে কুলাউড়া উপজেলায় যেসব উন্নয়ন হয়েছে তা হলো:

স্থানীয় সরকার বিভাগ
২০২২-২৩ অর্থবছরে ১৯৩টি, ২০২১-২২ অর্থবছরে ৫৭টি, ২০২০-২১ অর্থবছরে ২৭টি রাস্তার অনুমোদন করেছেন, যার কাজ চলমান ।  নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার প্রকল্পে ২৩.৪৭ কোটি টাকা ব্যয়ে উপজেলায় ১ হাজারেরও বেশি গভীর নলকূপ কমিউনিটি নলকূপ স্থাপন বাস্তবায়ানাধিন রয়েছে।

কুলাউড়া উপজেলায় গ্রীণ হাউজ গ্যাস নি:সরণ কমানোর লক্ষে সৌর বিদ্যুতায়িত।  সড়কবাতি স্থাপন প্রকল্প বাস্তবায়নের লক্ষে ৪ কোটি টাকার বারদ্ধ প্রদানের প্রস্তাব প্রেরণ।  এছাড়া মসজিদ, মন্দির, শ্বশান ঘাট, কবরস্থান এবং ঈদগাহসহ প্রায় ২০০টি প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিয়েছেন।  এছাড়া আরো মসজিদ, মন্দির, শ্বশান ঘাট, কবরস্থান এবং ঈদগাহসহ মোট ৭৮টি প্রতিষ্ঠানে ৩ লক্ষ করে মোট ২ কোটি ৩৪ লক্ষ টাকা ।

সেতু বিভাগ
১১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ফানাই নদীর উপর ব্রীজ নির্মানাধীন।
১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে ২টি ব্রীজ নির্মাণ।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ¿
কুলাউড়া শহর অংশে যাজট নিরসনে প্রশস্থ চারলেনে সড়ক উন্নীতকরণের জন্য ৪১ কোটি টাকার প্রকল্প গ্রহণ।

দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়¿
১৭টি কাঁচা রাস্তা পাকাকরণ ও ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে ২টি ব্রীজ নির্মাণ।

শিক্ষা মন্ত্রণালয়

ভবন নির্মাণ ২০২০-২১ অর্থ বছর ৫টি প্রতিষ্ঠানে ৫ কোটি টাকা।
ভবন নির্মাণ ২০২১-২২ অর্থ বছর ২টি প্রতিষ্ঠানে ৩ কোটি টাকা।
ভবন নির্মাণ ২০২২-২৩ অর্থ বছর ৪টি প্রতিষ্ঠানে ৬ কোটি ৫০ লক্ষ টাকা।
মেরামত ও সংস্কার জন্য (২০১৯-২০ অর্থ বছর) ৮টি প্রতিষ্ঠান ৮০ লক্ষ টাকা।
মেরামত ও সংস্কার জন্য (২০২২-২৩ অর্থ বছর) ৯টি প্রতিষ্ঠানে ১ কোটি ৮০ লক্ষ টাকা।
উর্দ্বমুখী সম্প্রসারণ (২০১৯-২০ অর্থ বছর) ১ কোটি ৬০ লক্ষ ৬৮ হাজার টাকা।

ভবন মেরামত (২০২১-২২ অর্থ বছর) ৫টি প্রতিষ্ঠানে ৭৫ লক্ষ টাকা।
আসবাবপত্র প্রস্তুত ও সরবরাহ, ২৪টি প্রতিষ্ঠানে ৩ কোটি ২৯ লক্ষ টাকা।

কারিগরী মাদ্রাসা শিক্ষা বিভাগ
মেরামত ও সংস্কার ২২-২৩ অর্থ বছর, ৫টি প্রতিষ্ঠানে ১ কোটি টাকা
ভবন নির্মাণ ২০২০-২০২১ অর্থ বছর ৩টি ভবন
শ্রেণিকক্ষ নির্মাণ ২২-২৩ অর্থ বছর ২টি ভবন নির্মাণ ৩ কোটি টাকা
এবং কুলাউড়া কারিগরী স্কুল এন্ড কলেজ অনুমোদন করা হয়েছে।

প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়
২০২০-২০২১ অর্থ বছর ভবণ নির্মাণ, ১৬টি বিদ্যালয়ে ভবন নির্মাণ।

২০২০-২০২১ অর্থ বছর মেরামত ৬ লক্ষ টাকা

২০২১-২০২২ অর্থ বছর,
২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবণ/অতিরক্ত শ্রেণী কক্ষ নির্মাণ,E
৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামত ২ লক্ষ টাকা করে ১.৬২ কোটি টাকা, ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহৎ মেরামত ৬-৭ লক্ষ টাকা করে প্রায় ৫০ লক্ষ টাকা,

৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারী ওয়াল নির্মাণ প্রায় ২৪ লক্ষ টাকা।E

২০২০-২০২১ অর্থ বছর,
১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবণ/অতিরক্ত শ্রেণী কক্ষ নির্মাণ,   ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামত ৮০ লক্ষ টাকা, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহৎ মেরামত ৪৯ লক্ষ টাকা,  ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারী ওয়াল নির্মাণ।

২০২২-২৩ অর্থ বছর,

১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহৎ মেরামত ৬-৭ লক্ষ টাকা করে প্রায় ৯০ লক্ষ টাকা, ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারী ওয়াল নির্মাণ প্রায় ৩০ লক্ষ টাকা,  ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামত ২ লক্ষ টাকা করে ২ কোটি ২৪ লক্ষ টাকা। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, শাখা খোলা, আসন সংখ্যা বৃদ্ধি করা ও এমপিওভুক্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল  ২০১৯ – ২০২৩ সাল পর্যন্ত ২০০ জনকে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা

সমাজকল্যাণ মন্ত্রণালয়
২০১৯-২০২৩ সাল পর্যন্ত ২৭৫ জন রোগীকে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা , আরো ২৬৫ টি আবেদন বিবেচনাধীন রয়েছে।E
গত ৫ বছরে চা শ্রমিকদের মাঝে সর্বমোট ৯ কোটি ৯৫ লক্ষ ৫০ হাজার টাকা।

সমাজকল্যাণ পরিষদ
৩৩২ জন ৫ হাজার টাকা করে মোট ১৬ লক্ষ ৬০ হাজার টাকা,  ২০২৩ সালে আরো ১৬৩ জনের আবেদন বিবেচনাধীন রয়েছে।

এছাড়াও করোনা মহামারির সময় এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ, প্রতি বছর শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকেন এবং এলাকার গরীব ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য আর্থিক অনুদান।

নিউরোসাইন্স ফাউন্ডেশন
৩৪৫ জন ১০ হাজার টাকা করে মোট ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা, আরো ১১৭টি আবেদন বিবেচনাধীন রয়েছেE

যুব ক্রীড়া মন্ত্রণালয়
কুলাউড়া উপজেলায় ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে’র প্রস্তাব প্রেরণ, বিভিন্ন স্কুলে ১০ লক্ষ টাকা অনুদান।E
ক্লাব ও সামাজিক সংগঠনে আর্থিক অনুদান বিতরণ, স্কুল, কলেজ, মাদ্রাসায় ক্রিড়া সামগ্রী বিতরণ, ৭৫টি ক্লাব ও সামাজিক সংগঠনে ক্রিড়া সামগ্রী বিতরণ ।

স্বাস্থ্যসেবা বিভাগ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০তলা বিশিষ্ট ভাবন নির্মাণের প্রস্তাব,  ২৫০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

মৎস্য প্রাণীসম্পদ
কুলাউড়া উপজেলায় মৎস্য গবেষণা ইনষ্টিটিউট স্থাপনের প্রস্তাব প্রেরন।

আইসিটি বিভাগ
উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনউিবেশন সেন্টার নির্মাণে প্রস্তাব প্রেরণ,  ২১টি স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন,  ২৮টি ল্যাব স্থাপনের জন্য প্রস্তাব প্রেরণ।

বস্ত্র পাঠ মন্ত্রণালয়
উপজেলায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মারে প্রস্তাব প্রেরণ।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
উপজেলায় টেকনিক্যাল সেন্টার (TTC) স্থাপনের প্রস্তাব প্রেরণ।

পানি সম্পদ মন্ত্রণালয়
ঢুলিপাড়া থেকে ফানাই নদী পর্যন্ত খাল খনন বাস্তবায়নাধিন, মরা গুগালিছড়া খাল খননসহ আরও ৬টি নদী ও খাল খননের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়
মা ও শিশু হাসপাতাল নির্মাণের প্রস্তাব প্রেরণ,  দরিদ্র মহিলাদের ৫০টি সেলাইমেশিন বিতরণ, ১৮৮ জন নারীকে ১০ হাজার টাকা মোট ১৮ লক্ষ ৮০ হাজার টাকা আর্থিক অনুদান ।  ১৫০টি সেলাইমেশিন বিতরণ ২৬৪জনকে আর্থিক অনুদান প্রদানের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়
ডায়াবেটিক হাসপাতাল স্থাপনের জন্য প্রস্তাব প্রেরণ, বিশেষ শিশুদের জন্য স্কুল নির্মাণের প্রস্তাব প্রেরণ।

বিদ্যুৎ বিভাগ
কুলাউড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সংযোগ স্থাপনের সহযোগিতা।

হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট

ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদানের জন্য ২৬৮ জনের নাম প্রস্তাব। মন্দির, মঠ, আশ্রম, আখড়া, শ্মশানসহ ২১টি প্রতিষ্ঠানে সংস্কারের ও পুন;নির্মান-এর আর্থিক অনুদানের প্রস্তাব প্রেরণ। উপজেলার সনাতন ধর্মালম্বী অসচ্ছল ৭৭ ব্যাক্তিকে আর্থিক অনুদনের প্রস্তাব।

 ইসলামিক ফাউন্ডেশন ১৬টি মসজিদ পাঠাগার স্থাপনের জন্য বই ও আলমিরা প্রদান।

১. মনসুর শাহী ঈদগাহ উন্নয়ন, পৌরসভা,                                    ৩ লক্ষ টাকা

২. হাখরাতিরপাড় পাঞ্জেগানা কবরস্থান, কাদিপুর, পৌরসভা,              ৩ লক্ষ টাকা

৩. শ্রী শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয় উন্নয়ন, পৌরসভা,           ৩ লক্ষ টাকা

৪. দক্ষিণ জয়পাশা পাঞ্জেগানা কবরস্থান উন্নয়ন, পৌরসভা,                ৩ লক্ষ টাকা

৫. সিংগুর বায়তুল আমান মসজিদ উন্নয়ন, বরমচাল,                       ৩ লক্ষ টাকা

৬. শ্রী শ্রী দুর্গাবাড়ী মন্দির উন্নয়ন, ভাটেরা                                     ৩ লক্ষ টাকা

৭. আবু তালিবপুর জামে মসজিদ উন্নয়ন. জয়চন্ডী,                          ৩ লক্ষ টাকা

৮. শ্রী শ্রী কালী মন্দির, জয়চন্ডী                                                 ৩ লক্ষ টাকা

৯. দুর্গাপুর জামে মসজিদ উন্নয়ন, জয়চন্ডী,                                    ৩ লক্ষ টাকা

১০. উত্তর গোবিন্দপুর কবরস্থান উন্নয়ন, কাদিপুর,                            ৩ লক্ষ টাকা

১১. দক্ষিণ চনুঘর আলফালাহ জামে মসজিদ সংলগ্ন কবরস্থান, কাদিপুর,        ৩ লক্ষ টাকা

১২. কুলাউড়া গ্রাম জামে মসজিদ উন্নয়ন, কুলাউড়া,                          ৩ লক্ষ টাকা

১৩. পাঁচপীর মাজার সংলগ্ন কবরস্থান উন্নয়ন, কুলাউড়া,                     ৩ লক্ষ টাকা

১৪. আল আকসা জামে মসজিদ, রাউৎগাঁও                                    ৩ লক্ষ টাকা

১৫. মুকুন্দপুর পাঞ্জেগানা কবরস্থান উন্নয়ন, রাউৎগাঁও,                       ৩ লক্ষ টাকা

১৬. বায়তুন নূর জামে মসজিদ উন্নয়ন, টিলাগাঁও,                             ৩ লক্ষ টাকা

১৭. তারাপাশা চা বাগান মন্দির উন্নয়ন, টিলাগাঁও,                             ৩ লক্ষ টাকা

১৮. পাবই সিরাজপুর নয়াবাড়ী কবরস্থান উন্নয়ন, হাজীপুর,                   ৩ লক্ষ টাকা

১৯. মাদানগর নিশ্চিন্তপুর জামে মসজিদ উন্নয়ন, হাজীপুর,                   ৩ লক্ষ টাকা

২০. উত্তর মানগাঁও জামে মসজিদ উন্নয়ন, শরীফপুর,                          ৩ লক্ষ টাকা

২১. লালারচক সার্বজনীন দূর্গা মন্দির উন্নয়ন, শরীফপুর,                      ৩ লক্ষ টাকা

২২. গনকিয়া গোরস্থান সংলগ্ন নবনির্মিত মসজিদ, পৃথিমপাশা,              ৩ লক্ষ টাকা

২৩. পৃথিমপাশা সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির উন্নয়ন, পৃথিমপাশা,         ৩ লক্ষ টাকা

২৪. শ্রী শ্রী রাখাল ঠাকুর ও দূর্গা মন্দির উন্নয়ন, পৃথিমপাশা,                  ৩ লক্ষ টাকা

২৫. পূর্ব ফটিগুলী জামে মসজিদ উন্নয়ন, কর্মধা,                                ৩ লক্ষ টাকা

২৬. মহিষমারা জামে মসজিদ উন্নয়ন, কর্মধা,                                  ৩ লক্ষ টাকা

২৭. উছলাপাড়া কবরস্থান উন্নয়ন                                                  ৩ লক্ষ টাকা

২৮. ইসলামাবাদ জামে মসজিদ                                                   ৩ লক্ষ টাকা

২৯. মিঠুপুর কবরস্থান                                                               ৩ লক্ষ টাকা

৩০.  আব্দুল জব্বার সাহেবের কবরস্থান ৩ লক্ষ টাকা

৩১. আহমেদাবাদ জামিয়া মোহাম্মদিয়া জামে মসজিদ                        ৩ লক্ষ টাকা

৩৩. মদনগৌরী কবরস্থান                                                            ৩ লক্ষ টাকা

৩৪. সঞ্জবপুর শাহী ঈদগাহ, শরীফপুর                                             ৩ লক্ষ টাকা

৩৫.  হরিপুর জামে মসজিদ, শরীফপুর                                            ৩ লক্ষ টাকা

৩৬. পূর্ব জালালপুর সার্বজনীন পুজা মন্ডব, ভুকশিমইল ৩ লক্ষ টাকা

৩৭. তিলকপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্ডব, শরীফপুর, ৩ লক্ষ টাকা

৩৮. শ্রী শ্রী রাখাল ঠাকুর ও দূর্গা মন্দির উন্নয়ন, পৃথিমপাশা,  ৩ লক্ষ টাকা

৩৯. রাঙ্গীছড়া চাবাগান মন্দির, কর্মধা ৩ লক্ষ টাকা

৪০. কালিটি চাবাগার মন্দির, কর্মধা ৩ লক্ষ টাকা

৪১. আল আরাফা জামে মসজিদ, পৌরসভা ৩ লক্ষ টাকা

৪২. কালেসার সার্বজনীন দুর্গা মন্দির, ভুকশিমইল ৩ লক্ষ টাকা

৪৩. শ্রী শ্রী বাসুদেব বিগ্রহ মন্দির, ভাটেরা ৩ লক্ষ টাকা

৪৪. দিলদারপুর চা বাগান মন্দির, জয়চন্ডি ৩ লক্ষ টাকা

৪৫. ক্লিবডন চা বাগান দুর্গা মন্দির, জয়চন্ডি ৩ লক্ষ টাকা

৪৬. হিঙ্গাজিয়া জগন্নাথ দেবালয় মন্দির, ব্রাহ্মণবাজার ৩ লক্ষ টাকা

৪৭. শ্রী শ্রী গৌরাঙ্গা মহাপ্রভুর আশ্রম মন্দির, ব্রাহ্মণবাজার ৩ লক্ষ টাকা

৪৮. শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, ব্রাহ্মণবাজার ৩ লক্ষ টাকা

৪৯. শ্রী শ্রী কালীবাড়ি মন্দির, ব্রাহ্মণবাজার ৩ লক্ষ টাকা

৫০. কৌলারশি জামে মসজিদ, কাদিপুর, ৩ লক্ষ টাকা

৫১. পশ্চিম মনসুর জামে মসজিদ, কাদিপুর ৩ লক্ষ টাকা

৫২. শ্রী শ্রী কালিী বাড়ি মন্দির, কাদিপুর ৩ লক্ষ টাকা

৫৩. মিনার মহল জামে মসজিদ, কুলাউড়া ৩ লক্ষ টাকা

৫৪. গাজীপুর সার্বজনীন কালী মন্দির, কুলাউড়া ৩ লক্ষ টাকা

৫৫. শ্রী শ্রী জগন্নাথ মন্দির, রাউৎগাঁও ৩ লক্ষ টাকা

৫৬. শ্রী শ্রী হরি মন্দির, টিলাগাঁও ৩ লক্ষ টাকা

৫৭. শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রম মন্দির, টিলাগাঁও ৩ লক্ষ টাকা

৫৮. লংলা চা বাগান শ্রী শ্রী মাতা মায়ের মন্দির, টিলাগাঁও ৩ লক্ষ টাকা

৫৯. শ্রী শ্রী মহা মায়া দুর্গা মন্দির, হাজীপুর ৩ লক্ষ টাকা

৬০. শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, হাজীপুর ৩ লক্ষ টাকা

৬১. আলালপুর হাফিজ আফতাব খান জামে মসজিদ, পৌরসভা ৩ লক্ষ টাকা

৬২. আলালপুর মোহাম্মাদিয়া জামে মসজিদ, পৌরসভা ৩ লক্ষ টাকা

৬৩. শ্রী শ্রী কেন্দ্রীয় কালী বাড়ি মন্দির, পৌরসভা ৩ লক্ষ টাকা

৬৪. শ্যামসুন্দর মন্দির, কুলাউড়া ৩ লক্ষ টাকা

৬৫. বালাইয়ের মা গির্জা, কুলাউড়া ৩ লক্ষ টাকা

৬৬. কাদিপুর জামে মসজিদ, বরমচাল ৩ লক্ষ টাকা

৬৭. সার্বজনীন দুর্গা মন্দির, বরমচাল ৩ লক্ষ টাকা

৬৭. ফটিগুলী পাড় কবরস্থান, শরীফপুর ৩ লক্ষ টাকা

৬৮. তিলকপুর বাজার টিলা দুর্গা মন্দির, শরীফপুর ৩ লক্ষ টাকা

৬৯. শ্রী শ্রী রাখাল ঠাকুরের দেবালয় মন্দির উন্নয়ন, পৃথিমপাশা, ৩ লক্ষ টাকা

৭০. শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, কর্মধা ৩ লক্ষ টাকা

৭১. কানিকিয়ারি শাহী ঈদগাহ, পৃথিমপাশা ৩ লক্ষ টাকা

৭২. সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির, ভাটেরা ৩ লক্ষ টাকা

৭৩. জয়পাশা জামে মসজিদ, পৌরসভা ৩ লক্ষ টাকা

৭৪. রাধা নগর জামে মসজিদ, ভাটেরা ৩ লক্ষ টাকা

৭৫. দত্তরমুড়ী জামে মসজিদ, পৌরসভা ৩ লক্ষ টাকা

৭৬. মদনগৌরী ঈদগাহ, ভুকশিমইল ৩ লক্ষ টাকা

৭৭. মদনগৌরী পুরাতন জামে মসজিদ, ভুকশিমইল ৩ লক্ষ টাকা

৭৮. রঙ্গীরকুল শাহী ঈদগাহ, জয়চন্ডি ৩ লক্ষ টাকা

এছাড়া ইতিপূর্বে যে সকল প্রতিষ্ঠানে এক লক্ষ টাকা করে  বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো এখানে তুলে ধরা হলো।

১. হযরত ছতাপীর (রাঃ) ইবতেদায়ী মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স          ১.০০ লক্ষ

২. পশ্চিম মদনগৌরী জামে মসজিদ,                                            ১.০০ লক্ষ।

৩. হাজী সিরাজ উদ্দিন আহমদিয়া দাখিল মাদ্রাসা, ছকাপন,   ১.০০ লক্ষ।

৪. দুর্গাপুর জামে মসজিদ, জয়চন্ডি,                                             ১.০০ লক্ষ।

৫. মনোহরপুর জামে মসজিদ,                                                   ১.০০ লক্ষ।

৬. মনসুর আশরাফিয়া এতিমখানা মাদ্রাসা,                                     ১.০০ লক্ষ।

৭. দক্ষিণ মধ্য মনসুর পাঞ্জেগানা জামে মসজিদ,                               ১.০০ লক্ষ।

৮. মসজিদে আবু বকর (রাঃ) গণকিয়া, পৃথিমপাশা,                           ১.০০ লক্ষ।

৯. উছলাপাড়া আলালপুর হাফিজ আফতাব খান জামে মসজিদ,   ১.০০ লক্ষ।

১০. জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ আহমদাবাদ,                            ১.০০ লক্ষ।

১১. নাছিরপুর জামে মসজিদ উত্তর সাদিপুর, ভুকশিমইল                    ১.০০ লক্ষ।

১২. মদনগৌরী পুরাতন জামে মসজিদ, ভুকশিমইল,                          ১.০০ লক্ষ।

১৩. মাদ্রাসা মহল্লা জামে মসজিদ, পশ্চিম ভুকশিমইল,                      ১.০০ লক্ষ।

১৪. নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, ভুকশিমইল,                                 ১.০০ লক্ষ।

১৫. শরীফপুর নূরানী জামে মসজিদ শরীফপুর,                                ১.০০ লক্ষ।

১৬. নাছিরগঞ্জ মানগাঁও জামে মসজিদ, শরীফপুর,                              ১.০০ লক্ষ।

১৭. গাজীপুর চা-বাগান দূর্গা মন্দির, চান্দগাঁও, হাজীপুর,                         ১.০০ লক্ষ।

১৮. শ্রী শ্রী ভৈরব থলি মন্দির, চান্দগাঁও, হাজীপুর,                                ১.০০ লক্ষ।

১৯. দত্তরমুড়ি জামে মসজিদ, আলালপুর                                          ১.০০ লক্ষ।

২০. গজভাগ ফুরকানীয়া মক্তব, পৃথিমপাশা                                         ১.০০ লক্ষ।

২১. লংলা চা-বাগান (মনু লাইন) ভৈরব মন্দির,                                   ১.০০ লক্ষ।

২২. শ্রী শ্রী দুর্গা মন্দির কালিটি চা-বাগান                                            ১.০০ লক্ষ।

২৩. পূর্ব বিহানা জামে মসজিদ                                                       ১.০০ লক্ষ।

২৪. উত্তর দানাপুর জামে মসজিদ,                                                    ১.০০ লক্ষ।

২৫. আমতৈল জামে মসজিদ,                                                          ১.০০ লক্ষ।

২৬. জুম্মাপুর জামে মসজিদ, ব্রাহ্মণবাজার,                                          ১.০০ লক্ষ।

২৭. ভবানীপুর  বায়তুল আমান জামে মসজিদ, রাউৎগাঁও                        ১.০০ লক্ষ।

২৮. হযরত শাহ্

জালাল (রঃ) জে আই এস দাখিল মাদ্রাসা,                           ১.০০ লক্ষ।

২৯. ভুকশিমইল পশ্চিম মদন গৌরী জামে মসজিদ উন্নয়ন.                           ১.০০ লক্ষ

৩০. চাতলাপুর চা বাগানের শ্রী শ্রী দুর্গা মন্দিরের উন্ননয়ন,                            ১.০০ লক্ষ।

৩১. লালরচর দারুল কুরআন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা    ১.০০ লক্ষ

৩২. ভুকশিমইল পশ্চিম মদন গৌরী জামে মসজিদ                                    ১.০০ লক্ষ।

৩৩. নাজিরের চক আহমদিয়া মাদ্রাসার ভবন সংস্কার                                 ১.০০ লক্ষ।

৩৪. হায়দারগঞ্জ দায়রা হাদিস টাইটেল মাদ্রাসা                                  ১.০০ লক্ষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার -২ আসনে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায় তৃণমূল আওয়ামী লীগ

আপডেট সময় ০৯:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

মৌলভীবাজার২৪ ডেস্কদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  কুলাউড়া-২ আসন সমুহের  সাধারণ জনগন এবং আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর প্রোটকাল অফিসার মোহাম্মদ আবু আবু জাফর রাজুকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়। সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে সবচেয়ে এগিয়ে মোহাম্মদ আবু আবু জাফর রাজু।

 

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করার পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক কাজগুলো এবং সাধারণ মানুষের পাশে থেকে অন্তহীন ভালোবাসা দিয়ে মন জয়ে জননন্দিত নেতা হয়ে উঠেছেন প্রধানমন্ত্রীর প্রোটকাল অফিসার মোহাম্মদ আবু আবু জাফর রাজু।

 

অবাক হবেন একজন জনপ্রতিনিধী না হয়েও এলাকার এত উন্নয়ন করেছেন আর যদি উনি নির্বাচিত প্রতিনিধী হন তাহলে নিশ্চিত উনার এলাকায় ব্যপক উন্নয়ন হবে।কারণ উনি একজন কর্মঠ ও উন্নয়ন বান্ধব জননেতা।

 

মৌলভীবাজার -২ সংসদীয় আসনে উনার নিজ প্রচেষ্ঠায় যে কাজ করেছেন তা নিচে উল্লেখ করা হলো :

 

মসজিদ, কবরস্থান, ঈদগাহ, গির্জা,  মন্দির ও শ্মশানঘাট ধর্মীয় প্রায় ৮৭টি প্রতিষ্ঠানসমূহে ৩ (তিন) লক্ষ টাকা করে ২ কোটি ৬১ লক্ষ (দুই কোটি একষট্টি লক্ষ)  টাকা বরাদ্দ হয়। এছাড়া আরো প্রায় শতাধিক প্রতিষ্ঠানে এক লক্ষ টাকা ও ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়।

 

প্রতিষ্ঠানগুলোর তালিকা এখানে জুড়ে দেয়া হল। 

 

ধর্ম  বিষয়ক মন্ত্রণালয়

উত্তর লস্করপুর মরহম মমতাজ আলী (রহঃ) জামে মসজিদ ৪০ হাজার টাকা

  • উত্তর বিজলী বায়তুল আমান জামে মসজিদ, ৪০ হাজার টাকা
  • উত্তর দানাপুর জামে মসজিদ ৪০ হাজার টাকা
  • হযরত আবু বকর (রাঃ) জামে মসজিদ ৪০ হাজার টাকা
  • রঙ্গিরকুল জামে মসজিদ ৫০ হাজার টাকা
  • শ্রী শ্রী জয়কালী শশ্বানঘাট ৬০ হাজার টাকা
  • দারুল কোরআন দাখিল মাদ্রাসা, সাধনপুর ৫০ হাজার টাকা
  • বুধপাশা মোহাম্মদিয়া ইবতেদায়ী মাদ্রাসা (আবেদন অসম্পুর্ণ থাকায় ফেরৎ প্রদান করা হয়েছে)
  • শ্রী শ্রী রাখাল মন্দির, উত্তর চুনঘর (আবেদন অসম্পুর্ণ থাকায় বাতিল করা হয়েছে)
  • উত্তর গোবিন্দপুর কবরস্থান (আবেদন অসম্পুর্ণ থাকায় বাতিল করা হয়েছে)
  • পূর্ব ফুটিগুলী জামে মসজিদ (আবেদন অসম্পুর্ণ থাকায় বাতিল করা হয়েছে)

 

বিগত তিন চার বছরে কুলাউড়া উপজেলায় যেসব উন্নয়ন হয়েছে তা হলো:

স্থানীয় সরকার বিভাগ
২০২২-২৩ অর্থবছরে ১৯৩টি, ২০২১-২২ অর্থবছরে ৫৭টি, ২০২০-২১ অর্থবছরে ২৭টি রাস্তার অনুমোদন করেছেন, যার কাজ চলমান ।  নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার প্রকল্পে ২৩.৪৭ কোটি টাকা ব্যয়ে উপজেলায় ১ হাজারেরও বেশি গভীর নলকূপ কমিউনিটি নলকূপ স্থাপন বাস্তবায়ানাধিন রয়েছে।

কুলাউড়া উপজেলায় গ্রীণ হাউজ গ্যাস নি:সরণ কমানোর লক্ষে সৌর বিদ্যুতায়িত।  সড়কবাতি স্থাপন প্রকল্প বাস্তবায়নের লক্ষে ৪ কোটি টাকার বারদ্ধ প্রদানের প্রস্তাব প্রেরণ।  এছাড়া মসজিদ, মন্দির, শ্বশান ঘাট, কবরস্থান এবং ঈদগাহসহ প্রায় ২০০টি প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিয়েছেন।  এছাড়া আরো মসজিদ, মন্দির, শ্বশান ঘাট, কবরস্থান এবং ঈদগাহসহ মোট ৭৮টি প্রতিষ্ঠানে ৩ লক্ষ করে মোট ২ কোটি ৩৪ লক্ষ টাকা ।

সেতু বিভাগ
১১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ফানাই নদীর উপর ব্রীজ নির্মানাধীন।
১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে ২টি ব্রীজ নির্মাণ।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ¿
কুলাউড়া শহর অংশে যাজট নিরসনে প্রশস্থ চারলেনে সড়ক উন্নীতকরণের জন্য ৪১ কোটি টাকার প্রকল্প গ্রহণ।

দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়¿
১৭টি কাঁচা রাস্তা পাকাকরণ ও ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে ২টি ব্রীজ নির্মাণ।

শিক্ষা মন্ত্রণালয়

ভবন নির্মাণ ২০২০-২১ অর্থ বছর ৫টি প্রতিষ্ঠানে ৫ কোটি টাকা।
ভবন নির্মাণ ২০২১-২২ অর্থ বছর ২টি প্রতিষ্ঠানে ৩ কোটি টাকা।
ভবন নির্মাণ ২০২২-২৩ অর্থ বছর ৪টি প্রতিষ্ঠানে ৬ কোটি ৫০ লক্ষ টাকা।
মেরামত ও সংস্কার জন্য (২০১৯-২০ অর্থ বছর) ৮টি প্রতিষ্ঠান ৮০ লক্ষ টাকা।
মেরামত ও সংস্কার জন্য (২০২২-২৩ অর্থ বছর) ৯টি প্রতিষ্ঠানে ১ কোটি ৮০ লক্ষ টাকা।
উর্দ্বমুখী সম্প্রসারণ (২০১৯-২০ অর্থ বছর) ১ কোটি ৬০ লক্ষ ৬৮ হাজার টাকা।

ভবন মেরামত (২০২১-২২ অর্থ বছর) ৫টি প্রতিষ্ঠানে ৭৫ লক্ষ টাকা।
আসবাবপত্র প্রস্তুত ও সরবরাহ, ২৪টি প্রতিষ্ঠানে ৩ কোটি ২৯ লক্ষ টাকা।

কারিগরী মাদ্রাসা শিক্ষা বিভাগ
মেরামত ও সংস্কার ২২-২৩ অর্থ বছর, ৫টি প্রতিষ্ঠানে ১ কোটি টাকা
ভবন নির্মাণ ২০২০-২০২১ অর্থ বছর ৩টি ভবন
শ্রেণিকক্ষ নির্মাণ ২২-২৩ অর্থ বছর ২টি ভবন নির্মাণ ৩ কোটি টাকা
এবং কুলাউড়া কারিগরী স্কুল এন্ড কলেজ অনুমোদন করা হয়েছে।

প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়
২০২০-২০২১ অর্থ বছর ভবণ নির্মাণ, ১৬টি বিদ্যালয়ে ভবন নির্মাণ।

২০২০-২০২১ অর্থ বছর মেরামত ৬ লক্ষ টাকা

২০২১-২০২২ অর্থ বছর,
২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবণ/অতিরক্ত শ্রেণী কক্ষ নির্মাণ,E
৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামত ২ লক্ষ টাকা করে ১.৬২ কোটি টাকা, ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহৎ মেরামত ৬-৭ লক্ষ টাকা করে প্রায় ৫০ লক্ষ টাকা,

৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারী ওয়াল নির্মাণ প্রায় ২৪ লক্ষ টাকা।E

২০২০-২০২১ অর্থ বছর,
১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবণ/অতিরক্ত শ্রেণী কক্ষ নির্মাণ,   ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামত ৮০ লক্ষ টাকা, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহৎ মেরামত ৪৯ লক্ষ টাকা,  ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারী ওয়াল নির্মাণ।

২০২২-২৩ অর্থ বছর,

১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহৎ মেরামত ৬-৭ লক্ষ টাকা করে প্রায় ৯০ লক্ষ টাকা, ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারী ওয়াল নির্মাণ প্রায় ৩০ লক্ষ টাকা,  ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামত ২ লক্ষ টাকা করে ২ কোটি ২৪ লক্ষ টাকা। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, শাখা খোলা, আসন সংখ্যা বৃদ্ধি করা ও এমপিওভুক্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল  ২০১৯ – ২০২৩ সাল পর্যন্ত ২০০ জনকে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা

সমাজকল্যাণ মন্ত্রণালয়
২০১৯-২০২৩ সাল পর্যন্ত ২৭৫ জন রোগীকে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা , আরো ২৬৫ টি আবেদন বিবেচনাধীন রয়েছে।E
গত ৫ বছরে চা শ্রমিকদের মাঝে সর্বমোট ৯ কোটি ৯৫ লক্ষ ৫০ হাজার টাকা।

সমাজকল্যাণ পরিষদ
৩৩২ জন ৫ হাজার টাকা করে মোট ১৬ লক্ষ ৬০ হাজার টাকা,  ২০২৩ সালে আরো ১৬৩ জনের আবেদন বিবেচনাধীন রয়েছে।

এছাড়াও করোনা মহামারির সময় এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ, প্রতি বছর শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকেন এবং এলাকার গরীব ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য আর্থিক অনুদান।

নিউরোসাইন্স ফাউন্ডেশন
৩৪৫ জন ১০ হাজার টাকা করে মোট ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা, আরো ১১৭টি আবেদন বিবেচনাধীন রয়েছেE

যুব ক্রীড়া মন্ত্রণালয়
কুলাউড়া উপজেলায় ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে’র প্রস্তাব প্রেরণ, বিভিন্ন স্কুলে ১০ লক্ষ টাকা অনুদান।E
ক্লাব ও সামাজিক সংগঠনে আর্থিক অনুদান বিতরণ, স্কুল, কলেজ, মাদ্রাসায় ক্রিড়া সামগ্রী বিতরণ, ৭৫টি ক্লাব ও সামাজিক সংগঠনে ক্রিড়া সামগ্রী বিতরণ ।

স্বাস্থ্যসেবা বিভাগ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০তলা বিশিষ্ট ভাবন নির্মাণের প্রস্তাব,  ২৫০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

মৎস্য প্রাণীসম্পদ
কুলাউড়া উপজেলায় মৎস্য গবেষণা ইনষ্টিটিউট স্থাপনের প্রস্তাব প্রেরন।

আইসিটি বিভাগ
উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনউিবেশন সেন্টার নির্মাণে প্রস্তাব প্রেরণ,  ২১টি স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন,  ২৮টি ল্যাব স্থাপনের জন্য প্রস্তাব প্রেরণ।

বস্ত্র পাঠ মন্ত্রণালয়
উপজেলায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মারে প্রস্তাব প্রেরণ।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
উপজেলায় টেকনিক্যাল সেন্টার (TTC) স্থাপনের প্রস্তাব প্রেরণ।

পানি সম্পদ মন্ত্রণালয়
ঢুলিপাড়া থেকে ফানাই নদী পর্যন্ত খাল খনন বাস্তবায়নাধিন, মরা গুগালিছড়া খাল খননসহ আরও ৬টি নদী ও খাল খননের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়
মা ও শিশু হাসপাতাল নির্মাণের প্রস্তাব প্রেরণ,  দরিদ্র মহিলাদের ৫০টি সেলাইমেশিন বিতরণ, ১৮৮ জন নারীকে ১০ হাজার টাকা মোট ১৮ লক্ষ ৮০ হাজার টাকা আর্থিক অনুদান ।  ১৫০টি সেলাইমেশিন বিতরণ ২৬৪জনকে আর্থিক অনুদান প্রদানের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়
ডায়াবেটিক হাসপাতাল স্থাপনের জন্য প্রস্তাব প্রেরণ, বিশেষ শিশুদের জন্য স্কুল নির্মাণের প্রস্তাব প্রেরণ।

বিদ্যুৎ বিভাগ
কুলাউড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সংযোগ স্থাপনের সহযোগিতা।

হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট

ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদানের জন্য ২৬৮ জনের নাম প্রস্তাব। মন্দির, মঠ, আশ্রম, আখড়া, শ্মশানসহ ২১টি প্রতিষ্ঠানে সংস্কারের ও পুন;নির্মান-এর আর্থিক অনুদানের প্রস্তাব প্রেরণ। উপজেলার সনাতন ধর্মালম্বী অসচ্ছল ৭৭ ব্যাক্তিকে আর্থিক অনুদনের প্রস্তাব।

 ইসলামিক ফাউন্ডেশন ১৬টি মসজিদ পাঠাগার স্থাপনের জন্য বই ও আলমিরা প্রদান।

১. মনসুর শাহী ঈদগাহ উন্নয়ন, পৌরসভা,                                    ৩ লক্ষ টাকা

২. হাখরাতিরপাড় পাঞ্জেগানা কবরস্থান, কাদিপুর, পৌরসভা,              ৩ লক্ষ টাকা

৩. শ্রী শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয় উন্নয়ন, পৌরসভা,           ৩ লক্ষ টাকা

৪. দক্ষিণ জয়পাশা পাঞ্জেগানা কবরস্থান উন্নয়ন, পৌরসভা,                ৩ লক্ষ টাকা

৫. সিংগুর বায়তুল আমান মসজিদ উন্নয়ন, বরমচাল,                       ৩ লক্ষ টাকা

৬. শ্রী শ্রী দুর্গাবাড়ী মন্দির উন্নয়ন, ভাটেরা                                     ৩ লক্ষ টাকা

৭. আবু তালিবপুর জামে মসজিদ উন্নয়ন. জয়চন্ডী,                          ৩ লক্ষ টাকা

৮. শ্রী শ্রী কালী মন্দির, জয়চন্ডী                                                 ৩ লক্ষ টাকা

৯. দুর্গাপুর জামে মসজিদ উন্নয়ন, জয়চন্ডী,                                    ৩ লক্ষ টাকা

১০. উত্তর গোবিন্দপুর কবরস্থান উন্নয়ন, কাদিপুর,                            ৩ লক্ষ টাকা

১১. দক্ষিণ চনুঘর আলফালাহ জামে মসজিদ সংলগ্ন কবরস্থান, কাদিপুর,        ৩ লক্ষ টাকা

১২. কুলাউড়া গ্রাম জামে মসজিদ উন্নয়ন, কুলাউড়া,                          ৩ লক্ষ টাকা

১৩. পাঁচপীর মাজার সংলগ্ন কবরস্থান উন্নয়ন, কুলাউড়া,                     ৩ লক্ষ টাকা

১৪. আল আকসা জামে মসজিদ, রাউৎগাঁও                                    ৩ লক্ষ টাকা

১৫. মুকুন্দপুর পাঞ্জেগানা কবরস্থান উন্নয়ন, রাউৎগাঁও,                       ৩ লক্ষ টাকা

১৬. বায়তুন নূর জামে মসজিদ উন্নয়ন, টিলাগাঁও,                             ৩ লক্ষ টাকা

১৭. তারাপাশা চা বাগান মন্দির উন্নয়ন, টিলাগাঁও,                             ৩ লক্ষ টাকা

১৮. পাবই সিরাজপুর নয়াবাড়ী কবরস্থান উন্নয়ন, হাজীপুর,                   ৩ লক্ষ টাকা

১৯. মাদানগর নিশ্চিন্তপুর জামে মসজিদ উন্নয়ন, হাজীপুর,                   ৩ লক্ষ টাকা

২০. উত্তর মানগাঁও জামে মসজিদ উন্নয়ন, শরীফপুর,                          ৩ লক্ষ টাকা

২১. লালারচক সার্বজনীন দূর্গা মন্দির উন্নয়ন, শরীফপুর,                      ৩ লক্ষ টাকা

২২. গনকিয়া গোরস্থান সংলগ্ন নবনির্মিত মসজিদ, পৃথিমপাশা,              ৩ লক্ষ টাকা

২৩. পৃথিমপাশা সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির উন্নয়ন, পৃথিমপাশা,         ৩ লক্ষ টাকা

২৪. শ্রী শ্রী রাখাল ঠাকুর ও দূর্গা মন্দির উন্নয়ন, পৃথিমপাশা,                  ৩ লক্ষ টাকা

২৫. পূর্ব ফটিগুলী জামে মসজিদ উন্নয়ন, কর্মধা,                                ৩ লক্ষ টাকা

২৬. মহিষমারা জামে মসজিদ উন্নয়ন, কর্মধা,                                  ৩ লক্ষ টাকা

২৭. উছলাপাড়া কবরস্থান উন্নয়ন                                                  ৩ লক্ষ টাকা

২৮. ইসলামাবাদ জামে মসজিদ                                                   ৩ লক্ষ টাকা

২৯. মিঠুপুর কবরস্থান                                                               ৩ লক্ষ টাকা

৩০.  আব্দুল জব্বার সাহেবের কবরস্থান ৩ লক্ষ টাকা

৩১. আহমেদাবাদ জামিয়া মোহাম্মদিয়া জামে মসজিদ                        ৩ লক্ষ টাকা

৩৩. মদনগৌরী কবরস্থান                                                            ৩ লক্ষ টাকা

৩৪. সঞ্জবপুর শাহী ঈদগাহ, শরীফপুর                                             ৩ লক্ষ টাকা

৩৫.  হরিপুর জামে মসজিদ, শরীফপুর                                            ৩ লক্ষ টাকা

৩৬. পূর্ব জালালপুর সার্বজনীন পুজা মন্ডব, ভুকশিমইল ৩ লক্ষ টাকা

৩৭. তিলকপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্ডব, শরীফপুর, ৩ লক্ষ টাকা

৩৮. শ্রী শ্রী রাখাল ঠাকুর ও দূর্গা মন্দির উন্নয়ন, পৃথিমপাশা,  ৩ লক্ষ টাকা

৩৯. রাঙ্গীছড়া চাবাগান মন্দির, কর্মধা ৩ লক্ষ টাকা

৪০. কালিটি চাবাগার মন্দির, কর্মধা ৩ লক্ষ টাকা

৪১. আল আরাফা জামে মসজিদ, পৌরসভা ৩ লক্ষ টাকা

৪২. কালেসার সার্বজনীন দুর্গা মন্দির, ভুকশিমইল ৩ লক্ষ টাকা

৪৩. শ্রী শ্রী বাসুদেব বিগ্রহ মন্দির, ভাটেরা ৩ লক্ষ টাকা

৪৪. দিলদারপুর চা বাগান মন্দির, জয়চন্ডি ৩ লক্ষ টাকা

৪৫. ক্লিবডন চা বাগান দুর্গা মন্দির, জয়চন্ডি ৩ লক্ষ টাকা

৪৬. হিঙ্গাজিয়া জগন্নাথ দেবালয় মন্দির, ব্রাহ্মণবাজার ৩ লক্ষ টাকা

৪৭. শ্রী শ্রী গৌরাঙ্গা মহাপ্রভুর আশ্রম মন্দির, ব্রাহ্মণবাজার ৩ লক্ষ টাকা

৪৮. শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, ব্রাহ্মণবাজার ৩ লক্ষ টাকা

৪৯. শ্রী শ্রী কালীবাড়ি মন্দির, ব্রাহ্মণবাজার ৩ লক্ষ টাকা

৫০. কৌলারশি জামে মসজিদ, কাদিপুর, ৩ লক্ষ টাকা

৫১. পশ্চিম মনসুর জামে মসজিদ, কাদিপুর ৩ লক্ষ টাকা

৫২. শ্রী শ্রী কালিী বাড়ি মন্দির, কাদিপুর ৩ লক্ষ টাকা

৫৩. মিনার মহল জামে মসজিদ, কুলাউড়া ৩ লক্ষ টাকা

৫৪. গাজীপুর সার্বজনীন কালী মন্দির, কুলাউড়া ৩ লক্ষ টাকা

৫৫. শ্রী শ্রী জগন্নাথ মন্দির, রাউৎগাঁও ৩ লক্ষ টাকা

৫৬. শ্রী শ্রী হরি মন্দির, টিলাগাঁও ৩ লক্ষ টাকা

৫৭. শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রম মন্দির, টিলাগাঁও ৩ লক্ষ টাকা

৫৮. লংলা চা বাগান শ্রী শ্রী মাতা মায়ের মন্দির, টিলাগাঁও ৩ লক্ষ টাকা

৫৯. শ্রী শ্রী মহা মায়া দুর্গা মন্দির, হাজীপুর ৩ লক্ষ টাকা

৬০. শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, হাজীপুর ৩ লক্ষ টাকা

৬১. আলালপুর হাফিজ আফতাব খান জামে মসজিদ, পৌরসভা ৩ লক্ষ টাকা

৬২. আলালপুর মোহাম্মাদিয়া জামে মসজিদ, পৌরসভা ৩ লক্ষ টাকা

৬৩. শ্রী শ্রী কেন্দ্রীয় কালী বাড়ি মন্দির, পৌরসভা ৩ লক্ষ টাকা

৬৪. শ্যামসুন্দর মন্দির, কুলাউড়া ৩ লক্ষ টাকা

৬৫. বালাইয়ের মা গির্জা, কুলাউড়া ৩ লক্ষ টাকা

৬৬. কাদিপুর জামে মসজিদ, বরমচাল ৩ লক্ষ টাকা

৬৭. সার্বজনীন দুর্গা মন্দির, বরমচাল ৩ লক্ষ টাকা

৬৭. ফটিগুলী পাড় কবরস্থান, শরীফপুর ৩ লক্ষ টাকা

৬৮. তিলকপুর বাজার টিলা দুর্গা মন্দির, শরীফপুর ৩ লক্ষ টাকা

৬৯. শ্রী শ্রী রাখাল ঠাকুরের দেবালয় মন্দির উন্নয়ন, পৃথিমপাশা, ৩ লক্ষ টাকা

৭০. শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, কর্মধা ৩ লক্ষ টাকা

৭১. কানিকিয়ারি শাহী ঈদগাহ, পৃথিমপাশা ৩ লক্ষ টাকা

৭২. সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির, ভাটেরা ৩ লক্ষ টাকা

৭৩. জয়পাশা জামে মসজিদ, পৌরসভা ৩ লক্ষ টাকা

৭৪. রাধা নগর জামে মসজিদ, ভাটেরা ৩ লক্ষ টাকা

৭৫. দত্তরমুড়ী জামে মসজিদ, পৌরসভা ৩ লক্ষ টাকা

৭৬. মদনগৌরী ঈদগাহ, ভুকশিমইল ৩ লক্ষ টাকা

৭৭. মদনগৌরী পুরাতন জামে মসজিদ, ভুকশিমইল ৩ লক্ষ টাকা

৭৮. রঙ্গীরকুল শাহী ঈদগাহ, জয়চন্ডি ৩ লক্ষ টাকা

এছাড়া ইতিপূর্বে যে সকল প্রতিষ্ঠানে এক লক্ষ টাকা করে  বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো এখানে তুলে ধরা হলো।

১. হযরত ছতাপীর (রাঃ) ইবতেদায়ী মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স          ১.০০ লক্ষ

২. পশ্চিম মদনগৌরী জামে মসজিদ,                                            ১.০০ লক্ষ।

৩. হাজী সিরাজ উদ্দিন আহমদিয়া দাখিল মাদ্রাসা, ছকাপন,   ১.০০ লক্ষ।

৪. দুর্গাপুর জামে মসজিদ, জয়চন্ডি,                                             ১.০০ লক্ষ।

৫. মনোহরপুর জামে মসজিদ,                                                   ১.০০ লক্ষ।

৬. মনসুর আশরাফিয়া এতিমখানা মাদ্রাসা,                                     ১.০০ লক্ষ।

৭. দক্ষিণ মধ্য মনসুর পাঞ্জেগানা জামে মসজিদ,                               ১.০০ লক্ষ।

৮. মসজিদে আবু বকর (রাঃ) গণকিয়া, পৃথিমপাশা,                           ১.০০ লক্ষ।

৯. উছলাপাড়া আলালপুর হাফিজ আফতাব খান জামে মসজিদ,   ১.০০ লক্ষ।

১০. জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ আহমদাবাদ,                            ১.০০ লক্ষ।

১১. নাছিরপুর জামে মসজিদ উত্তর সাদিপুর, ভুকশিমইল                    ১.০০ লক্ষ।

১২. মদনগৌরী পুরাতন জামে মসজিদ, ভুকশিমইল,                          ১.০০ লক্ষ।

১৩. মাদ্রাসা মহল্লা জামে মসজিদ, পশ্চিম ভুকশিমইল,                      ১.০০ লক্ষ।

১৪. নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, ভুকশিমইল,                                 ১.০০ লক্ষ।

১৫. শরীফপুর নূরানী জামে মসজিদ শরীফপুর,                                ১.০০ লক্ষ।

১৬. নাছিরগঞ্জ মানগাঁও জামে মসজিদ, শরীফপুর,                              ১.০০ লক্ষ।

১৭. গাজীপুর চা-বাগান দূর্গা মন্দির, চান্দগাঁও, হাজীপুর,                         ১.০০ লক্ষ।

১৮. শ্রী শ্রী ভৈরব থলি মন্দির, চান্দগাঁও, হাজীপুর,                                ১.০০ লক্ষ।

১৯. দত্তরমুড়ি জামে মসজিদ, আলালপুর                                          ১.০০ লক্ষ।

২০. গজভাগ ফুরকানীয়া মক্তব, পৃথিমপাশা                                         ১.০০ লক্ষ।

২১. লংলা চা-বাগান (মনু লাইন) ভৈরব মন্দির,                                   ১.০০ লক্ষ।

২২. শ্রী শ্রী দুর্গা মন্দির কালিটি চা-বাগান                                            ১.০০ লক্ষ।

২৩. পূর্ব বিহানা জামে মসজিদ                                                       ১.০০ লক্ষ।

২৪. উত্তর দানাপুর জামে মসজিদ,                                                    ১.০০ লক্ষ।

২৫. আমতৈল জামে মসজিদ,                                                          ১.০০ লক্ষ।

২৬. জুম্মাপুর জামে মসজিদ, ব্রাহ্মণবাজার,                                          ১.০০ লক্ষ।

২৭. ভবানীপুর  বায়তুল আমান জামে মসজিদ, রাউৎগাঁও                        ১.০০ লক্ষ।

২৮. হযরত শাহ্

জালাল (রঃ) জে আই এস দাখিল মাদ্রাসা,                           ১.০০ লক্ষ।

২৯. ভুকশিমইল পশ্চিম মদন গৌরী জামে মসজিদ উন্নয়ন.                           ১.০০ লক্ষ

৩০. চাতলাপুর চা বাগানের শ্রী শ্রী দুর্গা মন্দিরের উন্ননয়ন,                            ১.০০ লক্ষ।

৩১. লালরচর দারুল কুরআন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা    ১.০০ লক্ষ

৩২. ভুকশিমইল পশ্চিম মদন গৌরী জামে মসজিদ                                    ১.০০ লক্ষ।

৩৩. নাজিরের চক আহমদিয়া মাদ্রাসার ভবন সংস্কার                                 ১.০০ লক্ষ।

৩৪. হায়দারগঞ্জ দায়রা হাদিস টাইটেল মাদ্রাসা                                  ১.০০ লক্ষ।