ব্রেকিং নিউজ
ঝিনাইদহের (মহেশপুর – কোটচাঁদপুর) আসনে নৌকার মাঝি হতে চান ১৪ জন
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:১৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
- / ৩৯২ বার পড়া হয়েছে
মোঃ মঈন উদ্দিন খান: নির্বাচন কমিশন কৃর্তক ঘোষিত তফসিল অনুযায়ি আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৩ নং আসন (মহেশপুর-কোটচাঁদপুর) সংসদীয় আসন থেকে নৌকার প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন ১৪ জন।
কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ-৩ আসন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন উত্তোলন করেছেন ১৪ জন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব সালাহউদ্দিন মিয়াজি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড: আজিজুর রহমান, সাবেক সংসদ সদস্য
যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের গবেষণা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু, টিএম আজিবর রহমান, মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাতুজ জুম্মা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এম জামান মিল্লাত, কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু ও মোহাম্মদ আলী।
আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে কোন আসনে কে নৌকার প্রার্থী হচ্ছেন তা জানা যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া। এদিকে নৌকার মনোনয়নকে ঘিরে ঝিনাইদহ ৩ নং আসন জুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চলছে হাইভোল্টেজ টেনশন। কে হচ্ছেন প্রার্থী। কে পাবেন দলীয় নৌকা প্রতীক। এসব টেনশনে রয়েছেন সাধারণ নেতা-কর্মীরা। সে কারণে নেতা-কর্মীরা অপেক্ষায় আছেন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের দিকে।
ট্যাগস :