ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার সরকারি ১২০ শতক জমি উদ্ধার করল জেলা প্রশাসন দুর্গাপূজা উপলক্ষে একাটুনা ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা সভা কমলগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের গ/লা/কা/টা লা/শ উ দ্ধা র কিনব্রিজের দুই প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হবে : জেলা প্রশাসক কমলগঞ্জে ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রে/ফ/তা র -২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উদযাপন আলোচিত আঞ্জুম হত্যা মামলার আসামী জুনেলের ২ দিনের রিমান্ড মঞ্জুর হিথ্রো বিমানবন্দরে নাসের রহমানকে উষ্ণ অভ্যর্থনা মৌলভীবাজারে ঢাকা ব্যাংকের “তারুণ্যের উৎসব ২০২৫ আর্থিক স্বাক্ষরতা নিশ্চিতে তরুণদের সম্পৃক্ততার আহ্বান ২০ সেপ্টেম্বর মৌলভীবাজার পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল

মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন ফিরিয়ে আনতে নেতাকর্মী ঢাকায়

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • / ২৯৫০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের মনোনয়ন নিজ ঘরে ফিরিয়ে আনতে ৩০ নেতাকর্মী এখন ঢাকায়। এদিকে মনোনয়ন ফিরিয়ে না আনতে পারলে আওয়ামী লীগ থেকে ঐক্যমতের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা আসতে পারে। দলীয় একাধিক সূত্র থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মো. জিল্লুর রহমান। কিন্তু গতকাল এই ঘোষণা আসার পর থেকে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে স্থবিরতা দেখা দিয়েছে। কারণ জিল্লুর রহমান স্থানীয়ভাবে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ বা দলের কোন অঙ্গ সংগঠনের সাধারণ সদস্য বা পদ পদবীপ্রাপ্ত কেউ নন। তিনি আওয়ামী লীগ এর রাজনীতির সাথে জড়িত ছিলেন না। ফলে তাঁর মনোনয়ন পাওয়া নিয়ে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

 

দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগ এর যারা মনোনয়ন চেয়েছিলেন তাঁদের মধ্য থেকে যদি কাউকে মনোনয়ন দেওয়া হতো তাতে ও কোন সমস্যা ছিলোনা। কিন্তু যে ব্যক্তি কোনদিন স্থানীয়ভাবে আওয়ামী লীগ এর রাজনীতি করে নাই তাঁকে তো মেনে নেয়া যায় না।
এদিকে গতকাল নাম ঘোষিত হওয়ার পর জেলা আওয়ামী লীগ এক জরুরী বৈঠক ডাকে। সেখান থেকে সিদ্ধান্তের পর জেলা আওয়ামী লীগ, যুবলীগ মিলে ৩০ জন নেতাকর্মী এখন ঢাকায় অবস্থান করছেন। জানা গেছে, বিষয়টি যেকোন পন্থায় দলীয় সভানেত্রীর নজরে আনতে চেষ্টা করা হবে। তখন যদি কোন ফলপ্রসূ ফলাফল না আসে তবে ভিন্ন পথ অবলম্বন করা হবে।

 

এদিকে এবার নির্বাচনকে উৎসবমুখর করে তুলতে দলের যেকোন সদস্য প্রার্থী হওয়ার সুযোগ থাকায় হয়তো রাত পোহালে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা আসতে পারে। তবে দলের সব পর্যায়ের নেতাকর্মীরা যদি প্রার্থীকে জয়লাভে ঐক্যমতে পৌঁছাতে পারেন তবে হয়তো স্বতন্ত্র প্রার্থীর সিদ্ধান্ত আসবে বলে জানান সম্ভাব্য এক প্রার্থী।

 

এদিকে এই আসনে হেভিওয়েট প্রার্থী বিএনপির সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী, সাবেক গণ পরিষদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান নির্বাচন করেছেন।  এবার ব্যতিক্রম হওয়ায় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এই আসনে ৫০ বছর পূর্বে রাজনগর থেকে সংসদ সদস্য (গন পরিষদ সদস্য) ছিলেন তোয়াবুর রহিম। এরপর মৌলভীবাজার জেলা সদর থেকেই নির্বাচিত হন সংসদ সদস্যরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন ফিরিয়ে আনতে নেতাকর্মী ঢাকায়

আপডেট সময় ১০:৩৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের মনোনয়ন নিজ ঘরে ফিরিয়ে আনতে ৩০ নেতাকর্মী এখন ঢাকায়। এদিকে মনোনয়ন ফিরিয়ে না আনতে পারলে আওয়ামী লীগ থেকে ঐক্যমতের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা আসতে পারে। দলীয় একাধিক সূত্র থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মো. জিল্লুর রহমান। কিন্তু গতকাল এই ঘোষণা আসার পর থেকে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে স্থবিরতা দেখা দিয়েছে। কারণ জিল্লুর রহমান স্থানীয়ভাবে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ বা দলের কোন অঙ্গ সংগঠনের সাধারণ সদস্য বা পদ পদবীপ্রাপ্ত কেউ নন। তিনি আওয়ামী লীগ এর রাজনীতির সাথে জড়িত ছিলেন না। ফলে তাঁর মনোনয়ন পাওয়া নিয়ে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

 

দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগ এর যারা মনোনয়ন চেয়েছিলেন তাঁদের মধ্য থেকে যদি কাউকে মনোনয়ন দেওয়া হতো তাতে ও কোন সমস্যা ছিলোনা। কিন্তু যে ব্যক্তি কোনদিন স্থানীয়ভাবে আওয়ামী লীগ এর রাজনীতি করে নাই তাঁকে তো মেনে নেয়া যায় না।
এদিকে গতকাল নাম ঘোষিত হওয়ার পর জেলা আওয়ামী লীগ এক জরুরী বৈঠক ডাকে। সেখান থেকে সিদ্ধান্তের পর জেলা আওয়ামী লীগ, যুবলীগ মিলে ৩০ জন নেতাকর্মী এখন ঢাকায় অবস্থান করছেন। জানা গেছে, বিষয়টি যেকোন পন্থায় দলীয় সভানেত্রীর নজরে আনতে চেষ্টা করা হবে। তখন যদি কোন ফলপ্রসূ ফলাফল না আসে তবে ভিন্ন পথ অবলম্বন করা হবে।

 

এদিকে এবার নির্বাচনকে উৎসবমুখর করে তুলতে দলের যেকোন সদস্য প্রার্থী হওয়ার সুযোগ থাকায় হয়তো রাত পোহালে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা আসতে পারে। তবে দলের সব পর্যায়ের নেতাকর্মীরা যদি প্রার্থীকে জয়লাভে ঐক্যমতে পৌঁছাতে পারেন তবে হয়তো স্বতন্ত্র প্রার্থীর সিদ্ধান্ত আসবে বলে জানান সম্ভাব্য এক প্রার্থী।

 

এদিকে এই আসনে হেভিওয়েট প্রার্থী বিএনপির সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী, সাবেক গণ পরিষদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান নির্বাচন করেছেন।  এবার ব্যতিক্রম হওয়ায় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এই আসনে ৫০ বছর পূর্বে রাজনগর থেকে সংসদ সদস্য (গন পরিষদ সদস্য) ছিলেন তোয়াবুর রহিম। এরপর মৌলভীবাজার জেলা সদর থেকেই নির্বাচিত হন সংসদ সদস্যরা।