ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গল ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএস মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করলো বিএসএফ  আসামিকে জামিনের প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রে/ফ/তা/র ইউএনডিপির স্টোরি টেলিং অ্যাওয়ার্ড জিতলেন মৌলভীবাজারের সিপন দেব গ্রীন মৌলভীবাজার গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের ১ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচি ATN বাংলা ইউকে প্রতিদিন হলেন মৌলভীবাজার শাওন মৌলভীবাজার সড়ক দু/র্ঘ/ট/না/য় পৌরসভার কর্মচারী নি/হ/ত ৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারের পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথমস্থান অর্জন করেছে জুড়ীর ছেলে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের নতুন নেতৃত্বে পারভেজ ও সুমন ৩৬ দিন ব্যাপি নানা কর্মসূচী মৌলভীবাজার প্রেসক্লাবে জুলাই বিপ্লবের স্থির চিত্র প্রদর্শনীর উদ্বোধন

নৌকার বিরুদ্ধে ছাত্রলীগের কেউ কাজ করলে ব্যবস্থা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • / ৭৯৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ আসন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন বঞ্চিত নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে তাদের প্রতি আওয়ামী লীগ কঠোর না হলেও এসব স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কোনো ছাত্রলীগ নেতা কাজ করলে তাদের প্রতি কঠোর হবে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

শেখ ওয়ালী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিরেক্ট ফোর্স বাংলাদেশ ছাত্রলীগ। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নৌকার প্রার্থীদের বিজয়ী করতে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করবে। ছাত্রলীগের কেউ তার সিদ্ধান্তের বাইরে গেলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে রোববার আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মতবিনিময় সভা করেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। সেখানে দ্বাদশ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার তাগিদ দিয়ে সরকারপ্রধান বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। অন্য দলের প্রার্থী না থাকলে প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।

নির্বাচনকে উৎসবমুখর করতে নৌকার প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী কিংবা অন্য দলের কেউ প্রার্থী হলে তাকেও সহযোগিতা ও উৎসাহ দেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ প্রধান। এরপর থেকে দলের মনোনয়ন বঞ্চিত অনেকেই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ঘোষণা দিচ্ছেন।

এ দিকে অনেক মনোনয়ন বঞ্চিত নেতা দীর্ঘদিন সংসদ সদস্য থাকায় স্থানীয় ছাত্রলীগ এসব সংসদ সদস্যদের অনুগত। ফলে এ সংসদ সদস্যরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে দাঁড়ালে স্থানীয় ছাত্রলীগ নেতারা দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করার আশঙ্কা করছে ছাত্রলীগের অনেকেই।

মনোনয়ন চূড়ান্তের পর সোমবার নৌকার প্রার্থীকে বিজয়ী করতে তৈরি করা বিভাগীয় সমন্বয়ক টিমের সভা ডাকে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সভায় উপস্থিত চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক টিমের সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ বলেন, ‘সভায় কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক এ বিষয়ে আমাদের কঠোর নির্দেশনা দিয়েছেন। স্থানীয় কোনো ছাত্রলীগ নেতা নৌকার প্রার্থীর বিরুদ্ধে গিয়ে অন্য কারও পক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নৌকার বিরুদ্ধে ছাত্রলীগের কেউ কাজ করলে ব্যবস্থা

আপডেট সময় ১০:৫৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

মৌলভীবাজার২৪ ডেস্কঃ আসন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন বঞ্চিত নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে তাদের প্রতি আওয়ামী লীগ কঠোর না হলেও এসব স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কোনো ছাত্রলীগ নেতা কাজ করলে তাদের প্রতি কঠোর হবে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

শেখ ওয়ালী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিরেক্ট ফোর্স বাংলাদেশ ছাত্রলীগ। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নৌকার প্রার্থীদের বিজয়ী করতে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করবে। ছাত্রলীগের কেউ তার সিদ্ধান্তের বাইরে গেলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে রোববার আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মতবিনিময় সভা করেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। সেখানে দ্বাদশ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার তাগিদ দিয়ে সরকারপ্রধান বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। অন্য দলের প্রার্থী না থাকলে প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।

নির্বাচনকে উৎসবমুখর করতে নৌকার প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী কিংবা অন্য দলের কেউ প্রার্থী হলে তাকেও সহযোগিতা ও উৎসাহ দেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ প্রধান। এরপর থেকে দলের মনোনয়ন বঞ্চিত অনেকেই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ঘোষণা দিচ্ছেন।

এ দিকে অনেক মনোনয়ন বঞ্চিত নেতা দীর্ঘদিন সংসদ সদস্য থাকায় স্থানীয় ছাত্রলীগ এসব সংসদ সদস্যদের অনুগত। ফলে এ সংসদ সদস্যরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে দাঁড়ালে স্থানীয় ছাত্রলীগ নেতারা দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করার আশঙ্কা করছে ছাত্রলীগের অনেকেই।

মনোনয়ন চূড়ান্তের পর সোমবার নৌকার প্রার্থীকে বিজয়ী করতে তৈরি করা বিভাগীয় সমন্বয়ক টিমের সভা ডাকে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সভায় উপস্থিত চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক টিমের সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ বলেন, ‘সভায় কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক এ বিষয়ে আমাদের কঠোর নির্দেশনা দিয়েছেন। স্থানীয় কোনো ছাত্রলীগ নেতা নৌকার প্রার্থীর বিরুদ্ধে গিয়ে অন্য কারও পক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।