লাখাইয়ে কমিউনিটি ক্লিনিক ভবনের নির্মাণ কাজের উদ্ধোধন

- আপডেট সময় ০৮:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
- / ২৯৫ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধিঃ লাখাইয়ে করাব ইউনিয়নের সিংহগ্রাম কমিউনিটি ক্লিনিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা.কাজী শামসুল আরেফীন।
রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় কমিউনিটি ক্লিনিক ভবনের নির্মাণ কাজের উদ্ধোধন এর সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার স্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের উপ- সহকারী প্রকৌশলী শামিম, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার কে এম মঞ্জুরুল আহসান, স্যানিটারী ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পঃপঃ কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান সিংহগ্রাম কমিউনিটি ক্লিনিক ভবনটি ৩০ লাখ ৭৫ হাজার টাকায় নির্মিত ভবনের নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে।
তিনি আরো বলেন এই কমিউনিটি ক্লিনিক ভবনের কাজ যথা সময়ে সমাপ্ত করা হবে এতে করে ঔ গ্রামের লোকজন সেবা নিতে আসা রোগিদের আর ভোগান্তি হবে না।
