ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পুলিশ সুপার মহোদয়ের রাজনগর থানা পরিদর্শন স্বর্ণা দাসকে ছাড়া প্রথম নববর্ষ; পরিবারকে বিজিবির সহায়তা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হজ প্রশিক্ষণ মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা গভীর রাতে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল গ্রে-ফ-তা-র আওয়ামী লীগের আমলে প্রান খুলে মানুষ নববর্ষ উদযাপন করতে পারে নাই জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন মহিলা আ. লীগ নেত্রী নাজমা গ্রে ফ তা র বজ্রাঘাতে রাখালের মৃত্যু
সিলেটগামী পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদকঃহবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের আউটারে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হলে সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন গিয়ে তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করে ।

 

মনতলা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৫০ মিনিটে মনতলা রেলস্টেশনের আউটারে চলন্ত অবস্থায় ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনের চালক ও মনতলা স্টেশনে কর্মরত ইঞ্জিনিয়ার, মেস্তুুরি গিয়েও সচল করতে পারেননি বিকল ইঞ্জিন। পরে আখাউড়া থেকে একটি ইঞ্জিন গিয়ে বিকল ইঞ্জিন সরিয়ে পারাবত ট্রেনের যাত্রীবাহি বগি নিয়ে সিলেটের উদ্দেশ্য রওয়ানা হয়।

 

এদিকে পারাবত ট্রেন বিলম্ব হওয়ায় নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া স্টেশনের যাত্রীরা পড়েন দুর্ভোগে। সোমবার দুপুর ১ টার দিকে বিষয়টি নিশ্চিত করে মনতলা রেল স্টেশনের মাষ্টার আতাউর রহমান খাদেম জানান, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে ।