প্রতি বছরের ন্যায় এ বছর ও কোটচাঁদপুরে উৎসব মুখর পরিবেশে উৎযাপিত হতে যাচ্ছে, মহান বিজয় দিবস।
শুক্রবার বিকেলে স্থানীয় পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে চলছিল দিবসটি পালনের শেষ সময়ের প্রস্তুতি। আর এ সব দেখতে মাঠে আসেন,কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে, কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাকী সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম,আনসার ভিডিপি কর্মকর্তা শিহাব উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন বিদ্যালয়,কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও ওই সব প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা।
এ সময় কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে চলছিল কুচকাওয়াজ। কুচকাওয়াজে অংশ গ্রহন করেন,কোটচাঁদপুর থানা। যার নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) নাজিবুল হক,আসাদুজ্জামানের নেতৃত্বে কুচকাওয়াজে অংশ গ্রহন করেন,আনসার সদস্যরা,এরশাদ আলীর নেতৃত্বে ফায়ার ডিফেন্স। এ ছাড়া কুচকাওয়াজে অংশ গ্রহন করেন,কোটচাঁদপুর পৌরসভাধীন বিভিন্ন বিদ্যালয়,কলেজ ও মাদ্রাসার ছাত্র /ছাত্রীরা।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন বলেন,সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করার মত সক্ষমতা রয়েছে আমাদের। আর এ সব বিষয় নিয়ে কোন থিয়েট মনে করছি না।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে বলেন,মহান বিজয় দিবস উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরপরও কুচকাওয়াজের শেষ সময়ের প্রস্তুতি দেখতে এসেছিলাম মাঠে। আইন শৃংখলা নিয়ে কোন কিছু ভাবছেন কিনা,এমন প্রশ্নে তিনি বলেন,আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক। তেমন কোন সমস্যা নাই।