মৌলভীবাজারে বিশ্ব তামাক দিবসে সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- আপডেট সময় ০২:২২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ৫৬১ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারে ’তামাকমুক্ত টপরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’ এই পদিপাদ্য নিয়ে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক দিবস উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশিক্ষণ) সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। আলোচনা সভায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তামাকজাত পণ্য ব্যবহারের কুফল সম্পর্কে যুব সমাজের উদ্যেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন।