ব্রেকিং নিউজ
ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন এর পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৯:৩২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / ৫০৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন এর 100 years celebration ইনার হুইল ডে পালন উপলক্ষে শীতার্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে সৈয়দা খাইরুনেচ্ছা ইয়াসমিন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরজাহান সূয়ারা জেলা কমিশনার গার্ল গাইডস এসোসিয়েশন ।

এসময় উপস্থিত ছিলেন,ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সৈয়দা মাহবুবা রহমান সেক্রেটারি অপরাজিতা রায় ট্রেজারার মাধুরী মজুমদার আই এস ও নিলুফার জেসমিন মুক্তি নুসরাত জাহান: শাহরিন সুলতানা সৈয়দা খায়রুন নাহার ইয়াসমিন, শাহানা শিমলা, : ফাতেমা জোহরা বিউটি প্রমুখ।

ট্যাগস :