ব্রেকিং নিউজ
দেশের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও মৌলভীবাজারে মানা হচ্ছে না
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৭:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- / ৫৩৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: প্রচন্ড শীতে আর ঘন কুয়াশার মাঝে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও চরম কষ্টে বিদ্যালয়ে যেতে হচ্ছে। ১০ ডিগ্রি নিচে তাপমাত্রা থাকলে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও মৌলভীবাজারে তা মানা হচ্ছে না ।
মঙ্গলবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে তাপমাত্রা কমার সাথে সাথে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে জেলার চা বাগানসহ প্রত্যন্ত এলাকার দেখা মিলছে না সূর্যের।এদিকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও খোলা রয়েছে প্রাথমিকসহ সকল ধরনের স্কুল। হাড়কাঁপানো শীতে সকাল থেকে স্কুলে বাচ্চাদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। কোন কোন স্কুলে সকাল ৮টা থেকে ক্লাস চলেছে। এনিয়ে শিক্ষাথীদের অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছি।
আর শিক্ষকরা বলছেন, তারা জেলা ও উপজেলা শিক্ষা অফিস থেকে কোন ধরনের নির্দেশনা না পাওয়ায় স্কুল খোলা রেখেছেন। তবে এতে করে তীব্র শীতের কারনে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরাও ঠান্ডার কারনে অসুস্থ হয়ে পড়ছেন।
ট্যাগস :