ব্রেকিং নিউজ
কোটচাঁদপুর এনজিও কর্মী আটক
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৯২ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর প্রতিনিধিঃ এনজিওর টাকা তছরুপ করার অভিযোগে গুরুদাস সরকারের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মামলা করেছেন,পদক্ষেপ এনজিও কতৃপক্ষ।
বৃহস্পতিবার এ মামলা করেন তারা। ওই মামলায় তাকে আদালতে পাঠিয়েছেন থানা পুলিশ।
পদক্ষেপ এনজিওর কোটচাঁদপুর শাখার ম্যানেজার আজমল হোসেন বলেন,গেল ২ বছর যাবৎ গুরুদাস সরকার এ ব্র্যাঞ্চে ম্যানেজার অপারেশন লোন হিসেবে চাকুরিরত ছিলেন। এ সময় তিনি পদক্ষেপ এনজিওর ১১ লাখ ২৬ হাজার ৬শ ৭৫ টাকা তছরুপ করেন।
পরে তাঁর ফান্ডে থাকা টাকা সমন্বয় করার পর কোটচাঁদপুর থানায় ৬ লাখ ৬০ হাজার ৩ শ ৭৫ টাকার মামলা করেন এনজিওর এরিয়া ম্যানেজার হাসানুর রহমান। মামলা নাম্বার -০১ তারিখ- ০১-০২-২৪। ওই মামলায় কোটচাঁদপুর থানা পুলিশ গুরুদাস সরকারকে আদালতে পাঠিয়েছেন। গরুদাস সরকার সাতক্ষীরার খেড়ুয়াডাঙ্গা গ্রামের মনোরঞ্জন সরকারের ছেলে।
বিষয়টি নিয়ে পদক্ষেপ এনজিওর এরিয়া ম্যানেজার হাসানুর রহমান বলেন,গুরুদাস সরকারের বিরুদ্ধে এনজিওর টাকা তছরুপের অভিযোগ উঠে। এরপর তদন্ত শুরু হয়। তদন্তে ১১ লাখ ২৬ হাজার ৭৬ টাকা তছরুপের প্রমান পাওয়া যায়। এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় মামলা করা হয়েছে।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরাঙ্গ হরি বলেন,গুরুদাসের নামে এনজিও কতৃপক্ষ ৬/৭ টাকা তছরুপের মামলা করেছেন। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, তবে মামলাটি তদন্তধীন। তদন্তের পর বলা সম্ভব আসলে সে কতটাকা তছরুপ করেছেন।
ট্যাগস :