দীক্ষা প্রদান অনুষ্ঠান
- আপডেট সময় ০৮:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩১০ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি॥ বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন মৌলভীবাজারের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয় পয়ায়ে দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের গার্ল গাইডস্ এসোসিয়েশন মৌলভীবাজার আয়োজনে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন দি ফ্লাওয়ার কেজি এন্ড হাই স্কুল ইউনিট এর সহযোগিতায় বিদ্যালয় মাঠে দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়।
দি ফ্লাওয়ার কেজি এন্ড হাই স্কুল ইউনিট প্রধান ও প্রধান শিক্ষক মো: রেজাউল করিম এর সভাপতিত্বে এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত শিশু নূসরাত খানম নওশিন এর পরিচালনায় দীক্ষা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলি পুরকায়স্থ, সদর মাধ্যামিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া,গার্ল গাইডস্ এসোসিয়েশনের জেলা কমিশনার বেগম নূরজাহান সুয়ারা,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। দীক্ষা প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি ফ্লাওয়ার কেজি এন্ড হাই স্কুল ইউনিট এর গার্ল গাইডার নাজমা আকতার।
বক্তব্য রাখেন দি ফ্লাওয়ার কেজি এন্ড হাই স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য মহিউদ্দিন ফাহিম চৌধুরী,সৈয়দ বদরুল হক টিটু,জাহিদ আহমদ কোরেশী, গার্ল গাইডস্ এসোসিয়েশনের জেলা শাখার সাধারন সম্পাদক মাধুরী মজুমদার,সদও উপজেলা শাকার সাধারন সম্পাদক অপরাজিতা রায় প্রমুখ। দি ফ্লাওয়ার কেজি এন্ড হাই স্কুলের ৪০জন শিক্ষার্থী বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের দীক্ষা গ্রহন করে। দীক্ষা অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলি পুরকায়স্থ।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাথীরা অভিবাবকগনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রেঞ্জার, দি ফ্লাওয়ার কেজি এন্ড হাই স্কুল ইউনিট এর গার্ল গাইডস দল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।