শ্রীমঙ্গলে অনুষ্টিত হয়েছে পিঠা উৎসব
- আপডেট সময় ০২:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭০ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্টিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্টান।
মঙ্গলবার (৬ ফেব্রæয়াারি) শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ ডাকবাংলো মাঠে উপজেলা শিল্প একাডেমির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঐতিহ্যবাহী বাহারি পিঠা নিয়ে অনুষ্টিত হয়েছে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্টান।
উৎসবে ঐতিহ্যবাহী পিঠার সমাহার সাজিয়ে ১৫টি স্টল নিয়ে বসেন বিভিন্ন নারী উদ্যোক্তারা। বিকেলে পিঠা উৎসবের স্টল পরিদর্শনে আসেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অতিথিরা বাহারি সব পিঠাপুলির স্টল পরিদর্শন শেষে পিঠার স্বাদ নেন। এছাড়াও পিঠার স্বাদ নিতে উৎসবে ভোজন রসিকরাও অংশ নেন। বিকেল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্টান।