ব্রেকিং নিউজ
বালু তুলতে গিয়ে নদীতে মিলল পরিত্যক্ত মর্টার শেল

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১০:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ৬১১ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে পিয়াইন নদীর নয়াগাঙ্গেরপাড় নামক এলাকায় বালু তোলার সময় মর্টার শেলটি উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পিয়াইন নদীতে বালতি দিয়ে বালু তোলার সময় শ্রমিকরা একটি মর্টার শেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। শেলটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়াইন নদীর নয়াগাঙ্গেরপাড় নামক এলাকায় বালতি দিয়ে বালু তুলছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় এক শ্রমিকের হাতে শক্ত কিছু একটা লাগে। পরে পানির নিচ থেকে বস্তুটি উঠিয়ে নদীর পাড়ে এনে দেখা যায়, সেটি মর্টার শেল। পরে শ্রমিকরা গোয়াইনঘাট থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে।

ট্যাগস :