ব্রেকিং নিউজ
জুড়ীতে ড্রাগ লাইসেন্স না থাকায় জরিমানা
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৩৮ বার পড়া হয়েছে
জুড়ী প্রতিনিধিঃ ড্রাগ লাইসেন্স না থাকা এবং ফার্মাসিস্ট না থাকারনঅপরাধে জুড়ী এক্সপার্ট হাসপাতালের ফার্মেসী থেকে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তারের নেতৃত্বে ফুলতলা রোডস্থ এক্সপার্ট হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফার্মাসিস্ট না থাকা অন্য একটি ফার্মেসীর ড্রাগ লাইসেন্স ব্যবহার করার অপরাধে ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি নতুন হাসপাতাল হওয়ার কারনে সতর্ক করে দেওয়া হয়।
ঐ হাসপাতালে এক মহিলার অপারেশনের ৮ দিন পর একটি শিশু ঢাকার অন্যত্র একটি হাসপাতালে মারা যাওয়াকে কেন্দ্র করে ভূল চিকিৎসার অপরাধে গত সোমবার হাসপাতালে ডুকে চিকিৎসককে মারধর করেন রোগীর স্বজনরা।ঘটনার পরদিন সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনির মধ্যস্ততায় হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের মধ্যে বিষয়টি আপসে সমাধান হয়।
ট্যাগস :