ব্রেকিং নিউজ
সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া ও জয়া আহসান
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১১:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ৩৫২ বার পড়া হয়েছে
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ সফররত সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে গত সোমবার ঢাকা সফরে আসেন ভিক্টোরিয়া।
সোমবার (১৮ মার্চ) সকালে একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সুইডেনের রাজকন্যা
রাজকন্যা ভিক্টোরিয়ার সঙ্গে সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জয়া আহসান। সেখানে তিনি লেখেন, ‘ইউএনডিপি শুভেচ্ছাদূত হিসেবে সম্প্রতি বাংলাদেশে আসেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া। সংস্থার বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে তার সঙ্গে আমার দেখা হয়। এ সময় এসডিজি অর্জনে একসঙ্গে কীভাবে কাজ করা যায়, সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা হয়।’
এরআগে ইউএনডিপির শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জয়া আহসান
ট্যাগস :