মৌলভীবাজার সাংস্কৃতিক জোটের শোভাযাত্রা

- আপডেট সময় ০২:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
- / ৪৭১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টঃ মৌলভীবাজারে বিভিন্ন অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পহেলা বৈশাখের সকালে বাংলা নববর্ষ উৎসব শুরু হয়।
রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে পৌর সভার মেয়র চত্বর প্রাঙ্গন থেকে আবাহণ সংঙ্গিতের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা হয়।
বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্ণাঢ্য র্যালীতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সাবেক সংসদ সদস্য নেছার আহমদ, পৌরসভার মেয়র মো ফজলুর রহমান,জেলা আওয়ামীলীগের নেতৃবিন্দসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
নতুন জামাকাপড় পড়ে বর্ণিল সাজে সজ্জিত হয়ে ব্যনার ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় নারীপুরুষ-শিশুকিশোর।
এদিবে নতুন বছরকে বরণ করতে পৃথক ভাবে জেলা প্রশাসন, পৌরসভা, উদিচি শিল্পী গোষ্টী সহ বিভিন্ন অরাজনৈতিক সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানে দিনটি পালন করছে।
