‘উচ্চারণ’ ব্যান্ডের সংগীতশিল্পী কোটি টাকার মাদক আইসসহ আটক

- আপডেট সময় ০৬:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- / ৩৮৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ কোটি টাকার মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) এক সংগীতশিল্পীকে আটক করেছে পুলিশ। আটক ওই সংগীতশিল্পীর নাম এনামুল কবির রেবেল। তিনি ‘উচ্চারণ’ ব্যান্ডের একজন সংগীতশিল্পী বলে জানা গেছে।
শুক্রবার রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে রামপুরা থানা পুলিশ দুজনকে আটক করে। এরমধ্যে একজন হলেন সংগীত শিল্পী এনামুল কবির ওরফে রিবেল। তার কাছ থেকে প্রায় কোটি টাকা মূল্যমানের এক কেজি ভয়ংকর মাদক আইস উদ্ধার করা হয়। আটক অপরজন হলেন তার সহকারী।
