যা বললেন মিমি

- আপডেট সময় ১০:২০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / ২১৩ বার পড়া হয়েছে

ঈদে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘তুফান’। বুধবার (১২ জুন) সন্ধ্যায় রাজধানীতে ছিলো ছবিটির সংবাদ সম্মেলন। যেখানে সুপারস্টার শাকিব খান ছাড়াও উপস্থিত হয়েছিলেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, নির্মাতা রায়হান রাফীসহ ছবির অন্যান্য কলাকুশলী৷
মিমি বলেন, “তুফান’ এর বদৌলতে অনেকের সাথে প্রথম কাজ করেছি। শাকিব খান, চঞ্চল চৌধুরী, নাবিলা অসাধারণ। আমি আশা করব, এই সিনেমার কথা ঘরে ঘরে হবে।” তিনি আরও বলেন, ‘তুফান করতে গিযে আমার কখনো মনে হয়নি এটা অন্য দেশের সিনেমা। মনে হয়েছে এটা আমাদেরই সিনেমা। আমি এই বাংলার মেয়ে।’
এ সময় শাকিব খানের প্রশংসা করে মিমি চক্রবর্তী বলেন, আমরা যখন শুট করছিলাম সে সময় অনেক গরম ছিল। শাকিব সুট পরেছিল পরে। এ সময় গরমের মাঝে একবারও আমি ওর মুখ থেকে উফ বলতে শুনিনি। একজন ভালো কো-স্টারের সাথে কাজ করতে আসলেই ভালো লাগে। কাজের ক্ষেত্রে শাকিবের ডেডিকেশন আছে বলে আজকে সে আপনাদের সবার প্রিয়।
