১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

- আপডেট সময় ০৮:৩৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
- / ২৬৮০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৬ জন।
বৃহস্পতিবার (৪ জুলাই) উপজেলা নির্বাচন অফিসারের নিকট চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র জমা দেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন – তোফায়েল আহমেদ তুয়েল,মোঃ সেজুল আহমদ,খোবরুহ মোহাম্মদ কোরেশী,মো: হাবিবুর রহমান মসুদ, মো: দেলওয়ার হোসেন বাচ্চু, মোঃ খসরু আহমেদ।
আগামীকাল ৫ জুলাই রিটার্নিং অফিসার মনোনয়ন পত্র বাছাই করবেন ১০ জুলাই পর্যন্ত প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।
উল্লেখ্য তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
