মৌলভীবাজার মঙ্গলবার থাকবে না গ্যাস

- আপডেট সময় ১০:২৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- / ২৫৪৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজা২৪ ডেস্কঃ জালালাবাদ গ্যাস লাইনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত মৌলভীবাজার শহরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার রাত ৯ ঘটিকা হতে ভোর ৬ ঘটিকা পর্যন্ত গ্যান বন্ধ থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌলভীবাজার এর আওতাধীন সরকারী আবাসিক মিটার শ্রেণির গ্রাহক অভ্যন্তরীন সার্ভিস লাইনের লিকেজ মেরামতের স্বার্থে নতুন প্রতিস্থাপিত ১” ব্যাসের সার্ভিস লাইনের সাথে বিদ্যমান ৬ ব্যাসের গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজটি যথাযথভাবে সম্পাদনের নিমিত্ত আবিকা মৌলভীবাজার-এর আওতাধীন শহর এলাকার সকল শ্রেণির গ্রাহকের (মাঝ সিএনজি ব্যতীত) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধের থাকবে।
