ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবসে গণকবরে পুষ্পস্তবক অর্পণ সন্ত্রাসী হামলায় সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু যারা নির্বাচন চায় না তারাই হাদির ওপর পরিকল্পিত গুলিবর্ষণ করেছে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতারা মৌলভীবাজারে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা ডা. সিকান্দার সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয ও শাখাওয়াত-মিতা কিন্ডার গার্টেন এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা হাদীর উপর হামলার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বি-বার্ষিক নির্বাচনে যারা বিজয়ী মানুষের অধিকার ফাউন্ডেশনের স্থায়ী পরিষদ গঠন মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চ্যানেল ২৪ সাংবাদিক আব্দুর রব, পুড়ে গেল মোটরসাইকেল বাংলাদেশ বিমান বাহিনীর নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকওয়াজ

সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, ৯ জনকে পুলিশে দিলো জনতা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫৬৬ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে  সিলেটের কোম্পানীগঞ্জে বালু ও পাথর শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে কোম্পানীগঞ্জের দয়ারবাজারস্থ পূর্ব ধলাই কিন্ডারগার্টেন সংলগ্ন নৌকাঘাট থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার বুরদেও গ্রামের আবু সাঈদ রবিন (২২), একই গ্রামের শাহজাহান আহমদ (১৯), পাড়ুয়া নোয়াগাঁও’র আরিফ হাসান জুবায়ের (২৭), টুকেরবাজারের মো. রাজন মিয়া (২৫), শাকেরা গ্রামের দিদার হোসেন (২৫), কাঠালবাড়ির সেলিম মিয়া (২৫), শাহ আরেফিন গ্রামের মো. রফিকুল ইসলাম (২৬), বটেরতলের নাসির মিয়া (২৫) ও বাহাদুরপুরের সোলায়মান (২৭)।

এই ঘটনায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় কালীবাড়ি গ্রামের নূর আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলার বাদী নূর আহমদ জানান, বুধবার গভীর রাতে মামলার আসামি আবু সাঈদ রবিনের নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে বালু ও পাথর শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে। খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে ৯ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

তিনি বলেন, আটককৃতরা নিজেদেরকে কোম্পানীগঞ্জ উপজেলার স্ব-ঘোষিত সমন্বয়ক হিসেবে পরিচয় দেয়। তাদের কারো ছাত্রত্ব নেই বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, রাতে এলাকাবাসী তাদেরকে আটক করে আমাদের খবর দেন। ইতিমধ্যে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, ৯ জনকে পুলিশে দিলো জনতা

আপডেট সময় ০৭:২৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে  সিলেটের কোম্পানীগঞ্জে বালু ও পাথর শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে কোম্পানীগঞ্জের দয়ারবাজারস্থ পূর্ব ধলাই কিন্ডারগার্টেন সংলগ্ন নৌকাঘাট থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার বুরদেও গ্রামের আবু সাঈদ রবিন (২২), একই গ্রামের শাহজাহান আহমদ (১৯), পাড়ুয়া নোয়াগাঁও’র আরিফ হাসান জুবায়ের (২৭), টুকেরবাজারের মো. রাজন মিয়া (২৫), শাকেরা গ্রামের দিদার হোসেন (২৫), কাঠালবাড়ির সেলিম মিয়া (২৫), শাহ আরেফিন গ্রামের মো. রফিকুল ইসলাম (২৬), বটেরতলের নাসির মিয়া (২৫) ও বাহাদুরপুরের সোলায়মান (২৭)।

এই ঘটনায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় কালীবাড়ি গ্রামের নূর আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলার বাদী নূর আহমদ জানান, বুধবার গভীর রাতে মামলার আসামি আবু সাঈদ রবিনের নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে বালু ও পাথর শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে। খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে ৯ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

তিনি বলেন, আটককৃতরা নিজেদেরকে কোম্পানীগঞ্জ উপজেলার স্ব-ঘোষিত সমন্বয়ক হিসেবে পরিচয় দেয়। তাদের কারো ছাত্রত্ব নেই বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, রাতে এলাকাবাসী তাদেরকে আটক করে আমাদের খবর দেন। ইতিমধ্যে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।