মৌলভীবাজার প্রেসক্লাবে এসে আমি আনন্দিত লন্ডন বরোর কাউন্সিলর জিলানী চৌধুরী
- আপডেট সময় ০৮:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / ২৬৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ ইজলিংটন ইউকে লন্ডন বরোর কাউন্সিলর জিলানী চৌধুরীর সঙ্গে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২ অক্টোবর) দুপুর ১২টার দিকে প্রেসক্লাবে তার আগমন হলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকরা। পরে মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রাহেল তাকে মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমের লগো উন্মোচিত মগ উপহার দেন।
মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এন টিভির ষ্টাফ রিপোর্টার এস এম উমেদ আলীর সঞ্চালনায় ও মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,
বাসস প্রতিনিধি ড. ছাদিক আহমদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আজাদুর রহমান আজাদ, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, ইমজার সাবেক সাধারণ সম্পাদক ও দিপ্ত টিভি প্রতিনিধি বকসি মিছবাউর রহমান, ইমজা সভাপতি ও মাছরাঙা টিভি প্রতিনিধি ফেরদৌস আহমদ দুলাল, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম মুহিব, দৈনিক মানব জমিন স্টাফ রিপোর্টার মু, ইমাদ উদ্দিন, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, দৈনিক কালের কন্ঠ জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক রুপালি বাংলাদেশ জেলা প্রতিনিধি মোঃ শাহজাহান, দৈনিক যায় যায় দিন জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ প্রমুখ।
মত বিনিময় সভায় ইসলামি সংগীত পরিবেশন করেন বাংলা টিভি জেলা প্রতিনিধি আলী হুসেন রাজন।
কাউন্সিলর জিলানী চৌধুরী মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমি এর আগেও প্রেসক্লাবে এসেছি। কিন্তু আজ আমি মৌলভীবাজার প্রেসক্লাবে এসে আপনাদের সবাইকে নিয়ে এভাবে উন্মুক্ত আলোচনা করতে পেরে আনন্দিত ও উৎফুল্লতা অনুভব করছি।