মৌলভীবাজারে ধর্ষণের অভিযোগে যুবক আটক
- আপডেট সময় ০৪:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / ৩৫৩৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে চকলেট খাওয়ানোর প্রলোভনে শিশু(৭) ধর্ষণের অভিযোগে সুধীর কর (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় সোমবার রাতে সদর উপজেলার মৌলভী চা বাগান এলাকা থেকে অভিযুক্ত সুধীর করকে স্থানীয় লোকজন আটক করে। পরে পুলিশ হাতে তোলে দেয়া হয়।
আটককৃত সুধীর কর মৌলভী চা বাগানের অরুন করের ছেলে।
থানা সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শিশু (৭) প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার সময় পাশের বাড়ির অভিযুক্ত সুধীর কর ভিকটিমকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে মোবাইল দেখিয়ে এবং চকলেট খাওয়ানোর প্রলোভনে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত সুধীর করকে আটক করে থানাকে অবহিত করে।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ সকালে অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।










