ব্রেকিং নিউজ  
                            
                            ডিবির অভিযানে ইয়াবাসহ আটক – ১
 
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ১০:৪৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ১৪২০ বার পড়া হয়েছে

মৌলভীবাজর ২৪ ডেস্ক
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার(ডিবি) বিশেষ অভিযানে খলিলপুর এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ কয়ছর আহমদ (২৮) নামে একজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ অক্টোবর) এসআই আবু নাইয়ুমের নেতৃত্বে ডিবির একটি দল সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার পরনের শার্ট ও প্যান্টের ভেতরে থাকা দুটি পলিব্যাগের ভেতর থেকে মোট ৪০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা যায়।
মৌলভীবাজার ডিবির অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ”আটককৃত কয়ছর আহমদ সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকার বাসিন্দা। সে সিলেটের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে মৌলভীবাজারে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
 
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                             
																			


















