শনিবার মরহুম সৈয়দ আব্দুল মুক্তাদির ৪র্থ মৃত্যুবার্ষিকী
- আপডেট সময় ০৭:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
- / ১৭৯ বার পড়া হয়েছে
আজ ২৬ শে অক্টোবর শনিবার মরহুম সৈয়দ আব্দুল মুক্তাদির এর ৪র্থ মৃত্যুবার্ষিকী। মরহুম সৈয়দ আব্দুল মুক্তাদির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক আমলা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পরিচালক-অগ্রণী
ব্যাংক, রূপালী ব্যাংক, শিল্প ব্যাংক),কোষাধ্যক্ষ ই.এন.টি হসপিটাল,আগারগাঁও, ঢাকা,পরিচালক প্রগ্রেসিভ
লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি:,পরিচালক ইউনাইটেড এয়ারওয়েজ লি:শিক্ষক,মৌলভীবাজার সরকারি কলেজ,
সাবেক সভাপতি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা, প্রধান উপদেষ্টা ওসমানী স্মৃতি পরিষদ, প্রতিভা বিকাশ
বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা, মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি, সিলেট বিভাগ
উন্নয়নের প্রতিষ্ঠাতা সদস্য, ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য ও MCC, FPMD, BAVS, Population
Council, এ সকল এনজিওতে সিনিয়র এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মরহুম সৈয়দ আব্দুল মুক্তাদির ও উনার মরহুমা স্ত্রী’র উদ্দেশ্যে উনার নিজ গ্রাম- বড়ইউরি (ক্সসয়দ বাড়ী/বড় বাড়ী) ইউনিয়ন-
নাজিরাবাদ, জেলা ও থানা- মৌলভীবাজার-এ একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম ক্সসয়দ
আব্দুল মুক্তাদির ও উনার স্ত্রী (মরহুমা সৈয়দা শওকত আরা বেগম, সাবেক উপাধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি
কলেজ ও সাবেক সহযোগী অধ্যাপিকা বদরুন্নেসা মহিলা কলেজ, ঢাকা।)- এর রুহের মাগফিরাতের জন্য উনার
সন্তানেরা দোয়া চেয়েছেন।
উনার সকল আত্নীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের দোয়া মাহফিলে ২৬ অক্টোবর রোজ শনিবার তাঁর গ্রামের নিজ বাড়ির মরহুম সৈয়দ আব্দুল হাফেজিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন। সৈয়দ তানজিল মুক্তাদির (রাফি), মোবাইল ০১৭২৮-১৬৯০৪৭ সৈয়দ তানভীর মুক্তাদির (নাফি)