ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াতের কর্মীসম্মেলন ঘিরে শ্রীমঙ্গলে গণসংযোগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / ৪৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির আসছেন আগামি ২১ ডিসেম্বর। এতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। কর্মী সম্মেলনকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে শহরে গণসংযোগ ও দাওয়াতী কার্যক্রমে ব্যস্থ সময় পার করছেন দলের নেতাকর্মীরা।

গত সোম ও মঙ্গলবার শ্রীমঙ্গল শহরের পুরানবাজার, নতুন বাজার, হবিগঞ্জ রোড, স্টেশন রোডসহ বিভিন্ন সড়কে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুলের নেতৃত্বে গণসংযোগ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শাখার সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি আকরাম হোসেন, যুব নেতা এম এ করিমসহ নেতৃবৃন্দরা।

স্থানীয় জামায়াত সূত্রে জানাযায়, মৌলভীবাজার শহরের সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রথম বারের মতো সংগঠনটির কোন আমির অংশ গ্রহন করবেন। এর আগে কখনো আমিরে জামায়াত মৌলভীবাজারের কোনো সম্মেলনে অংশগ্রহন করেননি। কর্মী সম্মেলনকে সফল করতে জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে চলছে ব্যাপকভাবে গণসংযোগ ও দাওয়াতী কার্যক্রম। এতে নেতাকর্মীদের মাঝে বইছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা।

সম্মেলন সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী’র প্রতি আহ্বান জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা শাখার জামায়াতে ইসলামীর সেক্রেটারী আশরাফুল ইসলাম কামরুল নয়া দিগন্তকে বলেন, ‘প্রথমবারের মতো জামায়াতের কোন আমির মৌলভীবাজারে আসছেন। তাই ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। কর্মী সম্মেলন সফল করতে আগামি বৃহস্পতিবার নেতাকর্মীদের নিয়ে শ্রীমঙ্গল শহরে একটি প্রস্তুতি মিছিল বের করা হবে।’

তিনি বলেন, ‘এই জেলায় আমিরে জামায়াতের বাড়ি, তাই সর্বস্থরের নেতাকর্মী সম্মেলন উপস্থিত হবেন এটা আমরা আশা করছি। প্রত্যাশা করছি এই সম্মেলন ইতিহাস হয়ে থাকবে। মৌলভীবাজারের সম্মেলনকে কেন্দ্র করে প্রস্তত করা হচ্ছে সরকারী স্কুল মাঠ। ইতিমধ্যে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। জেলার নেতৃবৃন্দ সেই কাজগুলো দেখা-শোনা করছেন। সম্মেলন সফল করতে আমাদের সার্বিক প্রস্ততি রয়েছে।’

বিভিন্ন আয়োজনের মাধ্যমে কর্মী সম্মেলনে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন নেতা-কর্মীরা জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, সভা সমাবেশ করতে পারছে, এজন্য শুকরিয়া জানাই মহান আল্লাহ তা’য়ালার দরবারে। আর যেন কোন স্বৈরাচার এদেশে তৈরী হতে না পারে সেজন্য দেশের মানুষকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জামায়াতের কর্মীসম্মেলন ঘিরে শ্রীমঙ্গলে গণসংযোগ

আপডেট সময় ০৬:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির আসছেন আগামি ২১ ডিসেম্বর। এতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। কর্মী সম্মেলনকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে শহরে গণসংযোগ ও দাওয়াতী কার্যক্রমে ব্যস্থ সময় পার করছেন দলের নেতাকর্মীরা।

গত সোম ও মঙ্গলবার শ্রীমঙ্গল শহরের পুরানবাজার, নতুন বাজার, হবিগঞ্জ রোড, স্টেশন রোডসহ বিভিন্ন সড়কে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুলের নেতৃত্বে গণসংযোগ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শাখার সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি আকরাম হোসেন, যুব নেতা এম এ করিমসহ নেতৃবৃন্দরা।

স্থানীয় জামায়াত সূত্রে জানাযায়, মৌলভীবাজার শহরের সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রথম বারের মতো সংগঠনটির কোন আমির অংশ গ্রহন করবেন। এর আগে কখনো আমিরে জামায়াত মৌলভীবাজারের কোনো সম্মেলনে অংশগ্রহন করেননি। কর্মী সম্মেলনকে সফল করতে জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে চলছে ব্যাপকভাবে গণসংযোগ ও দাওয়াতী কার্যক্রম। এতে নেতাকর্মীদের মাঝে বইছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা।

সম্মেলন সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী’র প্রতি আহ্বান জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা শাখার জামায়াতে ইসলামীর সেক্রেটারী আশরাফুল ইসলাম কামরুল নয়া দিগন্তকে বলেন, ‘প্রথমবারের মতো জামায়াতের কোন আমির মৌলভীবাজারে আসছেন। তাই ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। কর্মী সম্মেলন সফল করতে আগামি বৃহস্পতিবার নেতাকর্মীদের নিয়ে শ্রীমঙ্গল শহরে একটি প্রস্তুতি মিছিল বের করা হবে।’

তিনি বলেন, ‘এই জেলায় আমিরে জামায়াতের বাড়ি, তাই সর্বস্থরের নেতাকর্মী সম্মেলন উপস্থিত হবেন এটা আমরা আশা করছি। প্রত্যাশা করছি এই সম্মেলন ইতিহাস হয়ে থাকবে। মৌলভীবাজারের সম্মেলনকে কেন্দ্র করে প্রস্তত করা হচ্ছে সরকারী স্কুল মাঠ। ইতিমধ্যে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। জেলার নেতৃবৃন্দ সেই কাজগুলো দেখা-শোনা করছেন। সম্মেলন সফল করতে আমাদের সার্বিক প্রস্ততি রয়েছে।’

বিভিন্ন আয়োজনের মাধ্যমে কর্মী সম্মেলনে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন নেতা-কর্মীরা জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, সভা সমাবেশ করতে পারছে, এজন্য শুকরিয়া জানাই মহান আল্লাহ তা’য়ালার দরবারে। আর যেন কোন স্বৈরাচার এদেশে তৈরী হতে না পারে সেজন্য দেশের মানুষকে সজাগ দৃষ্টি রাখতে হবে।