ব্রেকিং নিউজ  
                            
                            মৌলভীবাজার সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ০৫:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
 - / ৩৩২ বার পড়া হয়েছে
 

মৌলভীবাজার২৪ ডেস্কঃ জেলার উলামা মাশায়েখ ও সর্বস্তরের তাওহীদী-জনতার পক্ষ থেকে জেলা প্রশাসক কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) সকালে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার উদ্যাগে মিছিল সহকারি জেলা প্রসাসক ও পুলিশ সুপার বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

গত ১৮ ডিসেম্বর ২০২৪ টংগী ইজতিমার ময়দানে গভীর রাতে ঘুমন্ত ওলামায়ে কিরাম, তাবলীগের সাথী ও ছাত্রদের উপর উগ্র সা’দপন্থী সন্ত্রাসীদের হামলায় ৪ জন নিহত ও অসংখ্য আহত করার প্রতিবাদ ও হত্যার বিচার এবং মৌলভীবাজার সহ সারা দেশে উগ্র সা’দপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান উলামা মাশায়েখরা। সাম্মরকলিপি প্রদান কালে কারা বলেন, উগ্রবাদী সাদপন্থী সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণ এবং তাদের সার্বিক কর্মকাণ্ড বন্ধকরতে হবে।
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            
																			












