ব্রেকিং নিউজ
৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে সেমিনার
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিবাপদ খাদ্য জেলা কার্যালায়ের আয়োজনে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রসাসক (সার্বিক) মোঃ বুলবুল আহমদের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ইসরাইল হোসেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: শাকিব হোসাইন।
তিনি তার উপস্থাপনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর দাপ্তরিক কার্যক্রম ও অনিরাপদ খাদ্যের স্বাস্থ্য ঝুকি ও তা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেন। যাতে আমাদের ভবিষ্যত প্রজন্মকে সুস্থ রাখতে পারি। এছাড়াও নিরাপদ খাদ্য আইন-২০১৩ সম্পর্কে অবহিত করা ও কোথাও কোন ভেজাল খাবারের সন্ধান বা নিরাপদ খাদ্য বিষয়ে কোন জিজ্ঞাসা থাকলে হটলাইন নাম্বার ১৬১৫৫ কল দিয়ে অবহিত করার জন্য অনুরোধ জানান।
সেমিনারে মৌলভীবাজারের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, নিরাপদ খাদ্য পরিদর্শকবৃন্দ, হোটেল ও রেষ্টুরেন্টের প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ট্যাগস :