ব্রেকিং নিউজ
শনিবার যেসব এলাকা বন্ধ থাকবে পল্লী বিদ্যুৎ
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:৩৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ১ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্কঃ আগামীকাল শনিবার মৌলভীবাজার ৩৩ কেভি ডাবল সার্কিট লাইনে রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।
শনিবার ৮ ফেব্রুয়ারি সকাল আটটার দিকে বিকেল চারটা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
জানা যায়, কাঠের পোল পরিবর্তন, কাঠের ক্রসআর্ম পরিবর্তন, পোশপুল স্থাপন, পোল সোজা করন) এবং রাইট অব ওয়ে কাজ করা হবে।
যেসব এলাকা থাকবে না বিদ্যুৎ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ,কাগাবগা, কনকপুর (আংশিক), কামালপুর, আখাইলকোরা,মনমুখ এবং খলিলপুর ইউনিয়ন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :