কর্মব্যস্ত জীবনে-কাজের ফাঁকে মৌলভীবাজার প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও আনন্দ উৎসব
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ১০:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫২ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্ক: কর্মব্যস্ত জীবনে-কাজের ফাঁকে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন ও আনন্দ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব থেকে সাংবাদিকরা একত্রিত হয়ে বাস যোগে এম আর খান চা বাগান ( দাজিংলিং টিলা) পর্যটন স্পটে যান।সেখানে গিয়ে তাঁরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিছু সময় ঘুরাঘুরি করেন এবং ফটোসেশান করেন।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ,সিনিয়র সাংবাদিক সাদেক আহমদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহিন,সিনিয়র সাংবাদিক আজাদুর রহমান প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী,আহমেদ ফারুক মিলাদ,এম এ হামিদ, শাহজাহান মিয়া,মু ইমাদ উদ্দিন,মো: মাহবুবুর রহমান রাহেল,মো: সাইফুল ইসলাম, ময়নুল ইসলাম চৌধুরী,আব্দুল ওয়াদুদ,আব্দুল কায়ুম,জাকির হোসেন,দুরুদ আহমদ প্রমুখ।
সাংবাদিক নেতারা বলেন,সাংবাদিকরা সারা বছর কর্মব্যস্ত থাকেন। আজ এই বনভোজনের মাধ্যমে সবাই একত্রিত। সবাই একটি আনন্দময় উৎসব উদযাপন করব। মূলত সাংবাদিকদের ব্যস্ততা কাটিয়ে যাতে সবাই আনন্দ উদযাপন করতে পারেন,সে জন্য মৌলভীবাজার প্রেসক্লাবের বনভোজন ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজিত বনভোজনের কর্মকান্ডের মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময়,আড্ডা, হাড়ি ভাঙ্গা খেলাধুলা,প্রতিযোগিতা, র্যাফেল ড্রসহ নানা আয়োজন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মাধ্যমে বনভোজনের সমাপনী ঘোষণা করা হয়।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)