ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

অসহায় মানুষকে পাকা ঘর তৈরি করে দিয়েছে বোরহান উদ্দিন সোসাইটি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / ২৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলার  মুন্সিবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের অসহায় ছবর আলীকে দুই রুম বারিন্দাসহ এবং  ইউনিয়নের সতিঝিঁর গ্রাম এর মোঃ জিল্লুর রহমান পাকা ঘর করে দিয়েছে।  ছবর আলী একেবারে ছোট একটা ঘর ধানের খড় চাউনি দিয়ে পরিবারে সাত সদস্য কে নিয়ে করেছেন বসবাস করতেন। গত বন্যায় হয়ে পরে আরো বিপর্যস্ত ঘরটি এবং জিল্লুর রহমানের ঘরেটিও ছিল খুবই বিপর্যস্ত গত বছর  বন্যার্তকে ত্রাণ দিতে গিয়ে যখন সংগঠন এর মানবিক টিম এর মেম্বারদের দৃষ্টিগোচর হয় বিষয়টি তখনই উদ্যোগ  গ্রহণ করা হয়ে ঘর দুইটি করে দেয়ার।

 

আলহামদুলিল্লাহ আজ ১ মার্চ শনিবার, ঘর দুইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইএস এর জেলা দাপন কাপন ও সৎকার টিম এর টিম লিডার আশরাফুল খান রুহেল, সহ সাংগঠনিক সচিব কামরুল হাসান, অর্থ সচিব নাজমুল হোসাইন,যুগ্ম অর্থ সচিব কামরান চৌধুরী, যুগ্ম দপ্তর সচিব আবদুস সোবহান দেওয়ান, কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ ইসমাইল,  মানবিক সহায়তা টিমের টিম লিডার হোসাইন আহমদ,নির্বাহী পরিচালক মোঃ বোরহান উদ্দিন, মোঃ ইমদাদুর রহমান, মোঃ রবিউল আউয়াল, মাসুম আহমদ,  ফাইয়ান আহমদ, রেজাউল করিম রাফি,শেখ তামজিদ হোসেন অভি, ইশতিয়াক আহমদ চৌধুরী, ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচি সহকারী টিম লিডার শেখ মোহাম্মদ মারুফ,  সহকারী টিম লিডার আশরাফুল ইসলাম তানভীর, টিম মেম্বার আবুল হাসনাত গানিম,জাবেদ আহমদ, আব্দুল আহাদ, রেদওয়ান আহমদ ছামী, শাহি আলী রাহি প্রমুখ।

 

উল্লেখ্য যে ইতিপূর্বে বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ৫ পরিবারকে তাদের ঘর পূর্ণ নির্মাণের জন্য ২৩ বান টিন এবং  পূর্ণবাসনের জন্য ১১ টি পরিবারকে ছাগল, হাঁস, মোরগ ও ক্ষুদ্র ব্যবসার জন্য মালামাল প্রদান করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অসহায় মানুষকে পাকা ঘর তৈরি করে দিয়েছে বোরহান উদ্দিন সোসাইটি

আপডেট সময় ০৫:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলার  মুন্সিবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের অসহায় ছবর আলীকে দুই রুম বারিন্দাসহ এবং  ইউনিয়নের সতিঝিঁর গ্রাম এর মোঃ জিল্লুর রহমান পাকা ঘর করে দিয়েছে।  ছবর আলী একেবারে ছোট একটা ঘর ধানের খড় চাউনি দিয়ে পরিবারে সাত সদস্য কে নিয়ে করেছেন বসবাস করতেন। গত বন্যায় হয়ে পরে আরো বিপর্যস্ত ঘরটি এবং জিল্লুর রহমানের ঘরেটিও ছিল খুবই বিপর্যস্ত গত বছর  বন্যার্তকে ত্রাণ দিতে গিয়ে যখন সংগঠন এর মানবিক টিম এর মেম্বারদের দৃষ্টিগোচর হয় বিষয়টি তখনই উদ্যোগ  গ্রহণ করা হয়ে ঘর দুইটি করে দেয়ার।

 

আলহামদুলিল্লাহ আজ ১ মার্চ শনিবার, ঘর দুইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইএস এর জেলা দাপন কাপন ও সৎকার টিম এর টিম লিডার আশরাফুল খান রুহেল, সহ সাংগঠনিক সচিব কামরুল হাসান, অর্থ সচিব নাজমুল হোসাইন,যুগ্ম অর্থ সচিব কামরান চৌধুরী, যুগ্ম দপ্তর সচিব আবদুস সোবহান দেওয়ান, কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ ইসমাইল,  মানবিক সহায়তা টিমের টিম লিডার হোসাইন আহমদ,নির্বাহী পরিচালক মোঃ বোরহান উদ্দিন, মোঃ ইমদাদুর রহমান, মোঃ রবিউল আউয়াল, মাসুম আহমদ,  ফাইয়ান আহমদ, রেজাউল করিম রাফি,শেখ তামজিদ হোসেন অভি, ইশতিয়াক আহমদ চৌধুরী, ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচি সহকারী টিম লিডার শেখ মোহাম্মদ মারুফ,  সহকারী টিম লিডার আশরাফুল ইসলাম তানভীর, টিম মেম্বার আবুল হাসনাত গানিম,জাবেদ আহমদ, আব্দুল আহাদ, রেদওয়ান আহমদ ছামী, শাহি আলী রাহি প্রমুখ।

 

উল্লেখ্য যে ইতিপূর্বে বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ৫ পরিবারকে তাদের ঘর পূর্ণ নির্মাণের জন্য ২৩ বান টিন এবং  পূর্ণবাসনের জন্য ১১ টি পরিবারকে ছাগল, হাঁস, মোরগ ও ক্ষুদ্র ব্যবসার জন্য মালামাল প্রদান করা হয়।