ব্রেকিং নিউজ
পরিবেশের ছাড়পত্র না থাকায় অবৈধ ইটভাটা ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১০:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ৭২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারে অবৈধ ৩টি ইটভাটা ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত
সোমবার (১০ মার্চ ) জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার আমতৈল ইউনিয়নে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ।
জানাযায়,পরিবেশের ছাড়পত্র না থাকা ও জেলা প্রশাসকের কার্যালয়ের ইট পুড়ানোর লাইসেন্স না থাকায় উপজেলার অবৈধ ইটভাটা রেইনবো ব্রিকস, নিউ মাহী ব্রিকস ও মাসফি ব্রিকসকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন বলেন, হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রীট পিটিশনের আদেশ প্রতিপালনার্থে ও জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেনের নির্দেশনায় বুলডোজার দিয়ে ওই ৩টি ইটভাটা ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, এনডিসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু।
অভিযান পরিচালনায় সহযোগিতা করে সেনাবাহিনী, জেলা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ বাহিনী, পরিবেশ অধিদপ্তর ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। এদিকে, জেলা প্রশাসনের আয়োজনে সহকারি কমিশনার অন্তরা সরকার অদ্রির নেতৃত্বে সোমবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন মুন্সিবাজার ফলের দোকান, মুদিদোকান, হোটেল, মুরগীর আড়ৎ, গোডাউন, সবজি বাজার প্রভৃতি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ট্যাগস :