উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারে বাংলা নববর্ষ উদযাপন

- আপডেট সময় ০৪:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ৩৫৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার ২৪ ডেস্কঃ মৌলভীবাজারের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি উদযাপিত হয়। কর্মসূচিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা অংশগ্রহণ করে।
সকালে ‘এসো হে বৈশাখ’ গানের সুরে নববর্ষকে স্বাগত জানানো হয়। কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাজনৈতিক ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।
‘আনন্দ শুভাযাত্রা’ র্যালীতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন,পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ,বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ। পরে বাংলা নববর্ষ উপলক্ষে স্টল পরিদর্শন করেন অতিথিরা।
স্কুল মাঠে নির্মিত মঞ্চে শিল্পকলা একাডেমী, জাসাস, মৌসাস এর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে।
