উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উপদেষ্টা মনোনীত

- আপডেট সময় ০৮:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ১০৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া’র পিতা মো. বিল্লাল হোসেন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উপদেষ্টা মনোনীত হয়েছেন। তিনি মুরাদনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. (ইউসিসিএ) মুরাদনগর, কুমিল্লার প্রতিনিধি।
গত ২১ এপ্রিল সমবায় ফেডারেশনের সভাপতি এইচ এম হাসান আল মামুন (লিমন) সাক্ষরিত এক স্মারকে তাকে সম্মানীত উপদেষ্টা মনোনীত করার বিষয়টি জানানো হয়।
স্মারকে বলা হয়, ‘২০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে ব্যবস্থাপনা পরিষদের অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত মোতাবেক সমবায় সমিতি আইন ও বিধি এবং উপ-আইন’র ৩৪ ধারা অনুযায়ী আপনাকে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর সম্মানীত উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়েছে।
এদিকে গত ২৩ এপ্রিল বুধবার সকালে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সম্মানিত উপদেষ্টা মো. বিল্লাল হোসেন এর সাথে কর্মকর্তা-কর্মচারীদের এক পরিচিতি সভা ঢাকাস্থ সমবায় ফেডারেশন ভবন, ২২ দিলকুশা বা/এ, অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মো. বিল্লাল হোসেন মুরাদনগর উপজেলার আকুবপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক এবং একজন বিজ্ঞ সমবায়ী।
