মৌলভীবাজাররে বিএনপি নেতার হুঁ শি য়া রী তে সরে গেল ফুচকার দোকান

- আপডেট সময় ০৬:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / ৩৬১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ একদিন পরেই মৌলভীবাজার পৌরসভার সম্মুখ থেকে সরে গেল ফুচকার দোকানগুলো। মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব রিপনের কড়া হুশিয়ারির পর ফুচকার দোকানীরা সরিয়ে নিয়েছেন
সোমবার (৫ মে) সরেজমিনে গিয়ে দেখা যায় ফুসকার দোকানগুলো সব সরে নেওয়া হয়েছে।
জানা যায়, আইনজীবী সুজন হত্যাকান্ডের পর জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের দোহাই দিয়ে ফুচকার দোকানগুলো পুনরায় বসে। এ-সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে চাউর হয়।
এসব বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন আমার ইমেজ নষ্ট করতে কেউ প্রচারণা চালাচ্ছে। গতকাল রোববার বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, মৌলভীবাজারের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, এডভোকেট নিয়ামুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুচকার দোকানদারদের এখান থেকে সরে যাওয়ার জন্য কড়া ভাষায় বলেন। এর ফলে আজ সোমবার ওখান থেকে হাট সরিয়ে নেয়া হয়।
গ
সদস্য সচিব আব্দুর রহিম রিপন আরও বলেন, শহরের মধ্যে এই এলাকাটি একটি পরিচ্ছন্ন ও আইকনিক। পাশেই একটি স্কুল ও কলেজ রয়েছে। তাছাড়া পৌর নাগরিকরা চায়না এখানে ফুচকার হাট বসুক।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে নিহত হন মৌলভীবাজার জেলা বারের আইনজীবী সুজন মিয়া। তারপর থেকে পৌরসভার সম্মুখে ফুচকার হাট বন্ধ থাকে। গত শনিবার পুনরায় হাট বসলে এটি বন্ধের জন্য গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে।
