খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে মৌলভীবাজারের নেতাকর্মীদের ঢল

- আপডেট সময় ০৬:১৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ৪৩৯ বার পড়া হয়েছে

দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে আজ দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি মঙ্গলবার (৬ মে) সকালে এসে পৌঁছায়।
এরপর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারপারসন।
সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হতে শুরু করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি মিফতাহ সিদ্দিকী,সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী,হবিগঞ্জের সাবেক পৌর মেয়র জিকে গৌছ, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন,জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল পৌর বিএনপি সিনিয়র যুগ্নআহবায়ক সরওয়ার মজুমদার ইমনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এদিকে মৌলভীবাজার সিলেট ও হবিগঞ্জের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন।
