সিলেটকে জালালাবাদ প্রদেশ করার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

- আপডেট সময় ০৬:০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ১৩৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ সিলেট বিভাগকে ‘জালালাবাদ প্রদেশ’ হিসেবে আলাদা করার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে ‘জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন,বকসি ইকবাল আহমদ প্রধান সমন্বয়কারী।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও আইনজীবী মুজিবুর রহমান মুজিব।
বক্তব্য রাখেন, মৌলভীবাজার,অধ্যক্ষ (অবঃ) মোহাম্মদ ইকবাল, সহ-সমন্বয়ক,এম. এ. রহিম,সৈয়দ কামাল আহমদ বাবু সহ- সমন্বয়ক,আবুল কালাম আজাদ সহ-সমন্বয়ক, প্রভাষক, শামীম আহমদ সহ-সমন্বয়ক,প্রকৌশলী, সুলতান হোসেন সহ-সমন্বয়ক,শিবপ্রসন্ন ভট্ট্যাচার্য সহ-সমন্বয়ক প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, সিলেট দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে, যদিও এ অঞ্চল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই সিলেটকে পৃথক ‘জালালাবাদ প্রদেশ’ ঘোষণা করা এখন সময়ের দাবি।
তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত এ দাবি বাস্তবায়ন করা হোক, অন্যথায় আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
