মানবতার কল্যাণে জুড়ীতে স্কাউটদল

- আপডেট সময় ০৩:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / ৪৬০ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম: এক ঝাকঁ তরুন ট্রাকে করে ঢাকা থেকে রাতে রওনা দিয়েছে মৌলভীবাজারের পথে।রাস্তায় বৃষ্টি,গরমের তাপ সহ্য করে ট্রাকে বসে তারা ভোরে এসেছে জুড়ী উপজেলার বন্যা কবলিত এলাকার মানুষের পাশে।
বন্যা পরবর্তী এসব এলাকার মানুষের জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসা এসব তরুনরা হলো বেঙ্গল মুক্ত স্কাউট গ্রুপ,ঢাকা মিডটাউন মুক্ত স্কাউট গ্রুপ,বাড্ডা একেএম রহমতউল্লাহ ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্য।বাড্ডা,রামপুরা ও তার আশেপাশের এলাকার এসব তরুনরা রবিবার জুড়ীতে এসে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সাধ্যমতো খাদ্য সামগ্রী বিতরন করেছে।
বেঙ্গল মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার হাবিবুর রহমানের নেতৃত্বে এই দলে রয়েছেন রাকিবুল ইসলাম,ঢাকা মিডটাউন স্কাউট গ্রুপের সিনিয়র রোভার আরফিয়াস ইসলাম রুদ্র,আলিফ আহমদ,একেএম রহমতউল্লাহ ডিগ্রি কলেজের সিনিয়র রোভার বিউটি আক্তার লাকি,সিনতিয়া ইসলাম প্রমুখ।
