শ্রীমঙ্গলে বিশ্ব আইভিএফ দিবস উদযাপন ও দীপশিখা ইনফার্টিলিটি কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- আপডেট সময় ০৫:৫৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ৪২৯ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ “তব ভুবনে তব ভবনে মোরে আরো আরো দাও স্থান” এই স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘বিশ্ব আইভিএফ দিবস ও দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান পালন করা হয়েছে’।
সোমবার সকাল ১০ টায় শহরের কলেজ রোডস্থ দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএমএ সভাপতি ডা. হরিপদ রায়। ডা. দিপাঞ্জলী পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, ডা. সাধন চন্দ্র ঘোষ, ডা. সত্যকাম চক্রবর্তী, ডা. মাখলুকা মোর্শেদ প্রমূখ।
অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে আলোচনা করছেন মৌলভীবাজার হাসপাতালের সাবেক কনসালট্যান্ট (গাইনি) ডা. সুধাকর কৈরী। এর আগে বিশ্ব আইভিএফ দিবস ও দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শোভাযাত্রা বের করা হয়। এসময় বিশ্ব আইভিএফ দিবস উপলক্ষে আইভিএফ সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার এন্ড কাউন্সিলিং সেন্টারের পরিচালক ডা. নিবাস চন্দ্র পাল।